শিরোনাম
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সিরিজ ২৪ ডিসেম্বর?

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান সিরিজ ২৪ ডিসেম্বর?

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ বৈঠকের পরই সিদ্ধান্ত হলো, ভারত-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সুষমা স্বরাজ এবং সরতাজ আজিজের সম্মতিতে নিরপেক্ষ ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির সূচি অনুযায়ী অবশ্য ভারত-পাকিস্তানের এ সিরিজে দুটি টেস্ট, ৫টি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই বোর্ডের ব্যস্ততম সূচির কারণে সিরিজের পরিধি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। অবশ্য সিরিজ অনুষ্ঠিত হওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। পাকিস্তান সরকার এরই মধ্যে সিরিজ অনুষ্ঠানের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে। বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ৭ জানুয়ারি। সেখানে ৫ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তানেরও এ সময়ের মধ্যে নিউজিল্যান্ড সফর করার কথা। ১০ দিনের বিরতির মধ্যেই ভারত-পাকিস্তান আকর্ষণীয় সিরিজ অনুষ্ঠিত হতে পারে।

সর্বশেষ খবর