বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে গেইল শো

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে গেইল শো

ক্রিস গেইল ২২ গজে থাকবেন আর বল গ্যালারিতে আছড়ে পড়বে না তা কি হয়! কিন্তু প্রথম দুই ম্যাচে নিজের খোলস থেকে যেন বের হতে পারেননি ক্যারিবীয় ঝড়। দুই ম্যাচেই ৮ রান করে আউট হয়েছেন। অবশেষে গতকাল চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে দেখা গেল আসল গেইলকে। বল আছড়ে পড়ছে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে আর উল্লাসে কেঁপে উঠছে যেন মিরপুর। কাল ৯টি ছক্কা ও ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন গেইল। ৪৭ বলে খেলেছেন ৯২ রানের হার না মানা ইনিংস। শেষের ওভারেই ৪টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ১৫ ওভারেই বরিশাল বুলসের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় গেইলের সেঞ্চুরিটা আর হয়নি। তাই আফসোস হতেই পারে ভক্তদের, কেন কাল টস জয়ের পরও প্রথমে ব্যাটিং নেয়নি বরিশাল! আগে ব্যাটিং করলে গেইল শো আর কিছুক্ষণ চলত। হয়তো সেঞ্চুরিটাও হয়ে যেতে পারত। আগের ম্যাচেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় গতকাল চিটাগাং ভাইকিংসের একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ড্যাসিং ওপেনারকে ছাড়াই কাল ভাইকিংসের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। কিন্তু এরপর আর বড় জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে ভাইকিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর