শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্পেশাল ওয়ানকে শিষ্যদের অভিবাদন

ক্রীড়া ডেস্ক

স্পেশাল ওয়ানকে শিষ্যদের অভিবাদন

‘আমরা তোমাকে খুব মিস করব।’ চেলসির স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন। মরিনহোর সঙ্গে গত মৌসুমের ইংলিশ লিগ জয়ের উত্সবে শিরোপা হাতে নিয়ে দাঁড়ানো একটা ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, তুমি আমার জন্য যা করেছ সবকিছুর জন্যই ধন্যবাদ। কেবল সেস ফ্যাব্রিগাসই নন, চেলসির প্রায় সবাই হোসে মরিনহোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, অচিরেই ক্লাব প্রাঙ্গণে আবারও দেখা যাবে হোসে মরিনহোকে।

রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসির দায়িত্ব নিয়েই হোসে মরিনহো দলটাকে বদলে দিয়েছিলেন। এক মৌসুম পরই জয় করেছিলেন ইংলিশ লিগের শিরোপাও। কিন্তু পর্তুগিজ এ কোচ চেলসিতে তৃতীয় মৌসুমটা মোটেও ভালোভাবে শুরু করতে পারেননি। মৌসুমের শুরু থেকেই নানা প্রতিকূলতায় চেলসি একের পর এক ম্যাচ হারতেই থাকে। মৌসুমের ১৬ ম্যাচের ৯টিতেই হেরেছে ব্লুজরা। এ পরাজয়গুলো ধীরে ধীরে এতটাই বড় হয়ে দেখা দেয়, মরিনহোকে বরখাস্তই করা হয়। তবে মরিনহোর বহিষ্কারে তার চেলসি শিষ্যরা অবাকই হয়েছেন। তারা সবাই গুরুকে জানিয়েছেন বিদায়ী সালাম। ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। হোসে মরিনহোর বিদায়ে চেলসিতে যে শূন্যস্থান দেখা দিয়েছে তা পূরণ করতে পারেন আবারও গাস হিডিঙ্ক। এর আগে গাস হিডিঙ্কই ২০০৯ সালে চেলসির বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। অবশ্য হিডিঙ্ক এলেও সম্ভবত মৌসুমের বাকি সময়ের জন্য আসবেন।

 এরপর চেলসি নতুন কাউকে খুঁজে নিতে পারে। সে ক্ষেত্রে তালিকায় থাকছে পেপ গার্ডিওলার নামও।

 

সর্বশেষ খবর