শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রিমিয়ার ক্রিকেটেও ‘প্লেয়ার্স বাই চয়েজ’

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের রেশ এখনো কাটেনি। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এখনো উত্সবমুখর। এরই মাঝে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটের দল-বদলে ক্লাবগুলো নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিতে পারবে না। বিপিএলের মতো প্রিমিয়ার ক্রিকেটেও ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি থাকছে। অবশ্য পদ্ধতিটি চূড়ান্ত করেছে প্রিমিয়ার ক্রিকেটের ১১ ক্লাব ভোট দিয়ে। ভোটাভুটিতে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতির পক্ষে ভোট দিয়েছে ৮টি ক্লাব এবং বিপক্ষে ছিল প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং। উপস্থিত ছিলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের কোনো কর্মকর্তা। দল-বদলের নিয়ম চূড়ান্ত হলেও ঠিক হয়নি মাঠে খেলা গড়াবে কবে। কিংবা দল-বদলও কবে। অবশ্য সিসিডিএম সদস্য সচিব রাকিব হায়দার পাভেল জানিয়েছেন, ২০১৬ সালের

মার্চ-এপ্রিলে হতে পারে প্রিমিয়ার লিগ। দল-বদলের তারিখ আগামী বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, ‘প্লেয়ার্স বাই চয়েজ’ এই প্রথম নয়। ২০১২-১৩ মৌসুমে এমনটি হয়েছিল। এই পদ্ধতিতে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দেয়।

সর্বশেষ খবর