বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিনগুণ বেতন বাড়ছে নেইমারের

ক্রীড়া ডেস্ক

তিনগুণ বেতন বাড়ছে নেইমারের

বিশ্বের বড় বড় দল নেইমারকে পেতে মরিয়া। গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদও নাকি শত্রু শিবির থেকে বার্সার এ তারকাকে নিতে চায়। এ ব্যাপারে নেইমারের বক্তব্য ছিল সব সময় এক দলে খেলবো তা কখনো বলিনি। সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছি। এখন ভালো অফার পেলে অবশ্যই দল ছাড়ার চিন্তা করবো। ফলে গুঞ্জনের ডালপালা আরও বৃদ্ধি পায়। তবে স্প্যানিশ মিডিয়ার খবর সত্যি হলে নেইমারকে বার্সা ছাড়া অন্য কোনো দলে দেখা যাবে না।

কেননা বার্সা ম্যানেজমেন্ট নাকি নেইমারের বেতন তিনগুণ বাড়াতে চাচ্ছে। আগামী মাসেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের কথা রয়েছে। দল যেন না ছাড়ে এ লক্ষ্যেই লোভনীয় চুক্তির প্রস্তাব দিতে চাচ্ছে বার্সা। বর্তমানে কর দেওয়ার পরে প্রায় ১০৫ মিলিয়ন ইউরো বেতন পান নেইমার। যা নতুন চুক্তির পরে প্রায় তিনগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বার্সেলোনায় তার থেকে বেশি বেতন পাবেন একমাত্র লিওনেল মেসি। সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মার্কা জানিয়েছে, নেইমারের নতুন চুক্তি স্বাক্ষর করাটা কেবল সময়ের ব্যাপার।

সর্বশেষ খবর