বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমিরকে নিয়ে নতুন জটিলতা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেটে বইছে দমকা হাওয়া। এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না, মোহাম্মদ আমিরকে নিয়ে সৃষ্টি হওয়া নতুন জটিলতা কেমন আকার ধারণ করবে। নিউজিল্যান্ড সফরের প্রশিক্ষণ ক্যাম্পে পেসার আমিরকে ডাকার পরই সৃষ্টি হয়েছে জটিলতা। ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও মোহাম্মদ হাফিজ প্রথমে ক্যাম্প বর্জন করেছিলেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ক্যাম্পে ফিরলেও অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন আজহার। কিন্তু পিসিবি চেয়ারম্যান আজহারের পদত্যাগপত্র গ্রহণ করেনি। দ্বিতীয় দফায় আজহারের সঙ্গে আলোচনা করে তাকে নেতৃত্বে রাখতে রাজি করান। তবে ছোট ছোট এই ঘটনাগুলোর মাধ্যমেই বোঝা যাচ্ছে, আমিরকে নেওয়ার পর প্রতিনিয়তই জটিলতা বাড়ছে। বর্তমান জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই নাকি মোহাম্মদ আমিরের ক্যাম্পে যোগ দেওয়ার ঘটনাকে মন থেকে মেনে দিতে পারেননি। তারা বোর্ডের ভয়ে আজহার-হাফিজের মতো সরাসরি প্রতিবাদও করেননি। এদিকে আমির দাপুটে পারফরম্যান্স করায় তাকে দলে নেওয়ার জন্য মরিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটার আপত্তি সত্ত্বেও দলে নিলে ফল কেমন হবে তা নিয়ে সংশয় রয়েছে। সামনের মাসেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে। বোর্ড চেয়ারম্যান চাচ্ছেন ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে আমির যাতে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন। কিন্তু যতই দিন যাচ্ছে নতুন করে জটিলতা তৈরি হচ্ছে। আর এমন অবস্থা চলতে থাকলে নিউজিল্যান্ড সফরেই ভরাডুবি হতে পারে পাকিস্তানের, এমন মন্তব্য করেছেন বোর্ড পরিচালকদেরই কেউ কেউ। এখন করণীয় কি কিছু যেন ভেবে পাচ্ছেন না পিসিবি চেয়ারম্যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর