শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হাসি ফুটল মারুফের মুখে

নিজস্ব প্রতিবেদক, যশোর

হাসি ফুটল মারুফের মুখে

সাফ ফুটবলে ভরাডুবিতে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মারুফ। ঢাকায় ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে সিদ্ধান্ত বদল করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে বেশ খুশি মনে হলো। মারুফ বলেন, বছরের শুরুতে জয়টা খুব জরুরি ছিল। ছেলেরা তা পেরেছে এতে আমি খুশি। সাফে ব্যর্থতার পর অনেকে সমালোচনা করেছেন। এটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু হতাশায় ভেঙে পড়লে কি চলবে? ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেটাই আমরা দেখাতে চাই। চাপ নিয়েই ছেলেরা মাঠে নেমেছিল। কিন্তু যে পারফরম্যান্স শো করেছে তাতে আমি সন্তুষ্ট। এটা ঠিক শ্রীলঙ্কাও খারাপ খেলেনি। তবে দুই গোল খেয়েছি নিজেদের ভুলে। এই ভুলগুলো শোধরাতে হবে। আশা রাখি সামনের ম্যাচে ছেলেরা আরও ভালো খেলবে। বাংলাদেশের চার গোলের মধ্য দুটিই করেন শাখাওয়াত হোসেন রনি। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে। তিনি বলেন, গোল পেয়ে খুবই ভালো লাগছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর