শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খুলনায় সাকিব-তামিমরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাকিব-তামিমরা

চারটি টি-২০ ম্যাচ খেলতে গতকাল খুলনায় পৌঁছায় জাতীয় দলের ক্রিকেটাররা

খুলনা মহানগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে নর্দান ইউনিভার্সিটির কনসার্টের আয়োজন দেখে বোঝার উপায় নেই মাত্র শখানেক গজ দূরের হোটেল সিটি ইনে রয়েছেন সাকিব-তামিমরা। অনেকটা অপ্রত্যাশিত নীরবেই খুলনায় পৌঁছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ ক্রিকেট সিরিজে সবগুলো ম্যাচই হবে খুলনায়। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের ভেন্যু নিয়ে এবার টানাপড়েনে খুলনার ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ছিল দ্বিধা-দ্বন্দ্ব। তারপর হঠাৎ করেই খুলনায় ভেন্যু নির্ধারণ ও প্রায় তিন সপ্তাহ ক্রিকেটারদের এখানে অবস্থানের ঘোষণায় হয়তো ঘোর কাটেনি অনেকের।  তবে হোটেলজুড়ে ছিল পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী। দুপুরের রোদ হালকা হতেই ক্রিকেট ভক্তদের ভিড় বাড়তে থাকে হোটেল ও স্টেডিয়াম পাড়ায়। গতকাল দুপুর সোয়া ২টায় খুলনায় পৌঁছান টাইগার ক্রিকেটাররা। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর বিমানবন্দর থেকে সড়ক পথে খুলনার বয়রা পুলিশ লাইন মসজিদে পৌঁছে জুমার নামাজও আদায় করেন ক্রিকেটাররা।  তবে ২৪ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে খুলনায় আসেননি মাশরাফি বিন মর্তুজা ও সৌম্য সরকার। সৌম্যর আমন্ত্রণে গতকাল সকালে সাতক্ষীরা আসেন টাইগার দলপতি মাশরাফি। প্রথমবারের মতো সি-প্লেনে ঢাকা থেকে সাতক্ষীরা যান তারা। সাতক্ষীরা থেকে রাতেই খুলনায় পৌঁছাবেন মাশরাফি ও সৌম্য। দুপুরে হোটেলে পৌঁছেই নিজের কক্ষ থেকে সরাসরি ডাইনিং রুমে চলে আসেন সাকিব-আল হাসান। তারপর তামিম, মুশফিক, ইমরুল কায়েস, আলামিন, আরাফাত সানি ডাইনিং রুমে আসেন। সাদা ভাত, বেগুন ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, পারসে ও ভেটকি মাছ দিয়ে তারা দুপুরের খাবার শেষ করেন।  বাকি ক্রিকেটারদের তাদের নিজেদের কক্ষে খাবার পৌঁছে দেওয়া হয়। তবে হোটেলের খাবার খাননি এনামুল হক বিজয়, কামরুল হাসান রাব্বি ও মুস্তাফিজুর রহমান। বিজয় ও রাব্বী বাইরের হোটেলে খাবার খেয়ে দ্রুত ফিরলেও মুস্তাফিজ ফেরেন অনেক দেরিতে।

এদিকে খাওয়া শেষ করে সাকিবই বিকাল সোয়া ৩টায় অনুশীলনের প্রস্তুতি নিয়ে নিচে হোটেল লবিতে আসেন। তারপর আরও কয়েকজন ক্রিকেটার তার সঙ্গে যোগ দেন। গতকাল অনুশীলন না থাকলেও একই সঙ্গে কয়েকজন ক্রিকেটার মাঠ দেখতে যান। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচটি হবে ১৫ জানুয়ারি। মূল ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ (শনিবার) সকাল ১০টা ও বিকাল ৩টায় নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। চার ম্যাচে সিরিজের পরের তিনটি যথাক্রমে ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর