শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

উৎসব করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তান টি-২০ র‌্যাঙ্কিংয়ে অনেক আগে থেকেই সেরা দশে রয়েছে। এমনকি তারা বাংলাদেশেরও উপরে। এবার ওয়ানডেতেও সেরা দশে জায়গা করে নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। ক্রিকেট দলের সাফল্যে উৎসব করতে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানদের টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। তাই উৎসবে মেতে ওঠে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জাতীয় দলের এমন সাফল্যে উদ্বেলিত হয়ে এদিন হাজার হাজার আফগান সমর্থক রাস্তায় নেমে এসে উৎসব করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে উৎসবকে আরও রাঙিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই  হেলমান্দ প্রদেশে ১৮ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। গতকাল কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বাশার মুজাহিদ এএফপিকে বলেন, ‘উৎসবের সময় কমপক্ষে তিন ব্যক্তি আহত হয়েছেন।’ আফগানিস্তানে ফাঁকা গুলি করে উৎসব করাটা ঐতিহ্যের অংশ হলেও সেটি বেশ বিপজ্জনক। যে কারণে এক ভিডিও বার্তায় আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি দলের এই ঐতিহাসিক জয়ের উৎসবে বন্দুক ব্যবহার না করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন।

সর্বশেষ খবর