শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ক্রিকইনফোর বর্ষসেরায় বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণ সময়। সাফল্য আর সাফল্য। ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে প্রথমবারের মতো খেলেছে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। এরপর ঘরের মাঠে হারিয়েছে তিন ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফিকাকে। এই ধারাবাহিক পারফরম্যান্সের ফল টাইগাররা পেয়েছে হাতে-নাতে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় মনোনয়ন পেয়েছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। অধিনায়কত্বের ক্যাটাগরিতে মাশরাফি বিন মর্তুজা, ডাবল সেঞ্চুরি করে টেস্ট ব্যাটিং ক্যাটাগরিতে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, বোলিং ক্যাটাগরিতে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ অবশ্য আরও একটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। উদীয়মান ক্যাটাগরিতে রয়েছেন মুস্তাফিজ। সব মিলিয়ে পাঁচ ক্রিকেটার মনোনয়ন পেলেন ছয় ক্যাটাগরিতে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা প্রথম। উদীয়মান ক্রিকেটার ছাড়া অন্য ক্যাটাগরির সেরা নির্ধারণ করবেন ক্রিকইনফো মনোনীত বিচারকরা। উদীয়মান ক্রিকেটার নির্বাচিত করতে ক্রিকইনফো সাইটে ভোট দিতে পারবেন সাধারণ জনগণ।

সর্বশেষ খবর