শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

২০৩০ বিশ্বকাপ ফুটবল

ক্রীড়া ডেস্ক

২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল ১০০ বছরে পা রাখবে। শত বছরের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে আগ্রহ দেখাবে বিশ্বের অনেকগুলো দেশ, কোনো সন্দেহ নেই। কিন্তু সবার আগে আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়ে। দুই দেশ যৌথভাবে আয়োজক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজক ছিল উরুগুয়ে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এরপর ১৯৫০ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা প্রথম ও শেষবার বিশ্বকাপের আয়োজক ছিল ১৯৭৮ সালে। সেবার বিশ্বচ্যাম্পিয়নও হয়েছিল দেশটি।

এরপর ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। ২০০২ সালে কোরিয়া-জাপান যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল। আয়োজক হওয়ার ঘোষণা দিতে উরুগুয়ের কোলোনিয়াতে দেশটির প্রেসিডেন্ট তাবারে ভাসকেসের সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি। 

সর্বশেষ খবর