বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতিবাজ বেকেনবাওয়ার!

ক্রীড়া ডেস্ক

জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) বিশ্বজয়ী ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের তদন্ত কমিটি গঠন করেছে। সাবেক এ জার্মান অধিনায়কের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। ২০১৪ সালে তাকে তদন্ত কমিটির জেরার মুখে যেতে বলা হয়েছিল। তিনি অস্বীকার করায় ৯০ দিনের নিষেধাজ্ঞাও দিয়েছিল ফিফা। সেবার বেকেনবাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে দুর্নীতি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এবার বেকেনবাওয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ বিশ্বকাপ জার্মানিতে আয়োজনের জন্য ফিফাকে ৭.২ মিলিয়ন ডলার (প্রায় ৫৬৬ কোটি টাকা) দিয়েছিলেন ঘুষ হিসেবে! ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগের তদন্ত তারা স্বেচ্ছায় শুরু করেছে।

সর্বশেষ খবর