সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাফুফে থেকে আসলামের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে থেকে আসলামের পদত্যাগ

ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি থেকে হঠাৎ পদত্যাগ করলেন শেখ মো. আসলাম। সামনে এপ্রিলেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপরই নির্বাচনের মধ্যমে বাফুফের নতুন কমিটি গঠিত হবে। সে কারণে কথা উঠেছে এ সময়ে আসলাম পদত্যাগ করলেন কেন? এ ব্যাপারে আসলাম বলেন, ফুটবল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচনে অংশ নেই এবং দুই মেয়াদেই জয়লাভ করি। কথা ছিল মিলেমিশে কমিটি ফুটবল উন্নয়নে ঝাপিয়ে পড়বে। কিন্তু তা আর হলো কই, আমি ফুটবলার ফুটবলকে সেবা করাই আমার কাজ। অথচ আমাকে কাজে লাগানো হলো না। তাহলে আর কমিটিতে থাকার প্রয়োজন আছে কি? এই দুঃখে সরে দাঁড়ালাম। কি কারণে পদত্যাগ করলাম তা লিখিতভাবে সভাপতির কাছে তুলে ধরেছি। পদত্যাগপত্র কি সালাউদ্দিনের হাতে জমা দিয়েছেন? আসলাম বলেন, চিঠি আমি সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে জমা দিয়েছি। এখন এই পত্র গ্রহণ করুক আর নাইবা করুক কোনোভাবেই সিদ্ধান্ত বদল করব না।

দেশের নন্দিত সাবেক ফুটবলার আসলাম দুই মেয়াদেই বাফুফের নির্বাহী কমিটিতে ছিলেন। স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান থাকলেও আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এবারে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা চিহ্নিত করতে আসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আসলাম বলেন, স্বচ্ছ তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। বাকি দায়িত্ব এখন ফুটবল ফেডারেশনের। এরপরও পদত্যাগ করলেন কেন? প্রশ্নটি শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন আসলাম। বললেন, আমাকে দেশের মানুষ চেনেন ফুটবলার আসলাম হিসেবেই। অনেক পেয়েছি ফুটবল থেকে, কিছু দিতেই ফেডারেশনে এসেছিলাম। কিন্তু কিছুই দিতে পারলাম না। আমাকে কাজে লাগান হলো না। সুতরাং এরপর আর থাকি কীভাবে? আসলাম বলেন, ফুটবলে চারিদিকে শুধুই হতাশা। নোংরামিও কম হচ্ছে না। একজন ফুটবলার হিসেবে এসব সহ্য করার মতো নয়। তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছি। প্রশ্ন উঠতে পারে আগে কেন করলাম না। দেখেন আমি অপেক্ষায় ছিলাম আমাকে কোনো কাজে লাগনো হবে কি-না। কিন্তু হলো না। এরপর কি আর থাকা যায়।

সর্বশেষ খবর