সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ম্যাককালামের ফ্যান রিচার্ডস

ক্রীড়া ডেস্ক

ম্যাককালামের ফ্যান রিচার্ডস

ব্রেন্ডন ম্যাককালাম যখন ক্রাইস্টচার্চে ব্যাটে ঝড় তুলছিলেন, নিশ্চিত তখন স্যার ভিভিয়ান রিচার্ডস দুবাইয়ে ঘুমুচ্ছিলেন। দুবাইয়ের সঙ্গে প্রায় ১০ ঘণ্টার সময়ের পার্থক্য ক্রাইস্টচার্চের। তাই রিচার্ডস সরাসরি ম্যাককালামের ব্যাটিং তাণ্ডব দেখেননি। না দেখলেও তার গড়া রেকর্ড ভেঙে দেওয়ায় ম্যাককালামকে প্রশংসায় ভাসিয়েছেন ভিভ রিচার্ডস। শনিবার ম্যাককালাম তার বিদায়ী টেস্টে মাত্র ৫৪ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন। এতদিন ধরে যা দখলে ছিল ভিভ রিচার্ডস ও পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের। রিচার্ডস ১৯৮৫ সালে এবং মিসবাহ ২০১৪ সালে ৫৬ বলে রেকর্ডটি গড়েছিলেন।  

ভিভ রিচার্ডসকে আদর্শ মানেন ম্যাককালাম। গুরুর ব্যাটিং দেখেই বড় হয়েছেন। জীবনের শেষ টেস্ট খেলতে নেমে গুরুর রেকর্ডটাই ভেঙে দেন। রেকর্ড ভেঙে আনন্দিত ম্যাককালাম বলেন, ‘রিচার্ডসের রেকর্ড ভেঙে ফেলায় একটু কেমন জানি লাগছে।’ শিষ্য অন্যরকম ভাবলেও রিচার্ডস কিন্তু মহাখুশি শিষ্যের কৃতিত্বে, ‘আমি ম্যাককালামকে শুভেচ্ছা জানানোর সুযোগটা হারাতে চাই না। আমি বহু বছর ধরে তোমার ভক্ত। এরকম একটা রেকর্ড দারুণ ব্যাপার। তুমি খেলাটাকে সুন্দর করে দাও।’ নিজের রেকর্ড নিয়ে বলেন, ‘ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সমর্থকদের সামনে মাইলস্টোনে পৌঁছনোটা ছিল দারুণ এক অনুভূতি। এটা আমার মনে সারা জীবন থেকে যাবে।’

 

সর্বশেষ খবর