সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ম্যানইউ আর বড় ক্লাব নয়!

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এখন আর বড় ক্লাব নেই। এমন দাবি করতে শুরু করেছে অনেকেই। এবার কোচ ফন গালের মুখেও শোনা গেল চরম বাস্তব সত্যটা। ডাচ কোচের মতে, বড় ক্লাবগুলোর সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভক্তরাও ক্ষেপে আছে প্রচণ্ড। তারা লুই ফন গালকে আর দেখতে চায় না ওল্ড ট্র্যাফোর্ডে। এমনকি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের মতে, ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র ফুটবলাররাও ফন গালকে দলে চান না। তারা বরং হোসে মরিনহোকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। অবশ্য রেড ডেভিলদের প্রধান নির্বাহী উডওয়ার্ড এখনো আস্থা রাখছেন লুই ফন গালের উপর। এখনো মরিনহোর সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানিয়েছেন তিনি টেলিগ্রাফকে। সবকিছু মিলিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে এক সময়কার অপ্রতিদ্বন্দ্বী ক্লাব এখন অনেকটাই নিম্নমুখী। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, এমনকি লিস্টার সিটি আর টটেনহ্যামও এখন ম্যানইউকে পাত্তাই দেয় না।

 পয়েন্ট তালিকায় রেড ডেভিলরা ৪১ পয়েন্ট নিয়ে এখনো রয়ে গেছে পঞ্চমেই। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিস্টার সিটি। এই ব্যবধান অন্তত চলতি মৌসুমে দূর করার কোনো সুযোগ দেখছেন না লুই ফন গাল। মাঝখানে টটেনহ্যাম, আর্সেনাল আর ম্যানসিটির মতো ক্লাবগুলো বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া ওয়েইন রুনির মতো তারকাকেও পাচ্ছেন না ফন গাল। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হবে ম্যানইউ অধিনায়ককে। আলেক্স ফার্গুসনের হাতে গড়া দুরন্ত একটা দলের ধীর গতির পতনই দেখছে ভক্তরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর