সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দ্বিতীয় জয় পেল আরব আমিরাত

ক্রীড়া প্রতিবেদক

আজ যদি ওমানকে হারায়, তাহলে এশিয়া কাপের চূড়ান্তপর্ব নিশ্চিত হবে সংযুক্ত আরব আমিরাতের। মধ্যপ্রাচ্যের দেশটি টানা দুই জয়ে এশিয়া কাপের চূড়ান্তপর্বে খেলার পথ মসৃণ করে নিয়েছে। অবশ্য চূড়ান্ত পর্বে উঠার রেসে রয়েছে আফগানিস্তান ও ওমান। দুই দলই ম্যাচ জিতেছে একটি করে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলবে আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপের চূড়ান্তপর্বে উঠার রেসে শীর্ষে থাকা আরব আমিরাত গতকাল ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হংকংকে। হংকংয়ের এটা টানা দ্বিতীয় হার। নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন বাবর হায়াত। ৪৫ বলের ইনিংসটিতে ছক্কা না থাকলেও ছিল ৮টি দৃষ্টিনন্দন বাউন্ডারি। অবশ্য দুই মিডল অর্ডার ব্যাটসম্যান চ্যাপম্যান ও নিঝাকাত খান সময়োপযোগী ব্যাটিং করেন। চ্যাপম্যান ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ২৯ এবং নিঝাকাত ১৮ বলে ২ ছক্কা ও এক চারে করেন ২৮ রান। হংকংকে একাই আটকে রাখেন পেসার মোহাম্মদ নাভিদ। ৪ ওভারে ৩ উইকেট তুলে নেন মাত্র ১৪ রানের খরচে। স্পিনার আমজাদ জাভেদও ভালো বোলিং করেন। তিনি ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। টার্গেট ১৪৭। ওভার প্রতি ৭’র সামান্য উপরে। ২২ রানে প্রথম দুই ওপেনারকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় মধ্যপ্রাচ্যের দলটি। সেখান থেকে দলকে টেনে তুলেন তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ ওসমান। দুজনে ৮.২ ওভারে যোগ করেন ৭৯ রান। উসমান ৪১ রান করেন মাত্র ৩৯ বলে ৬ চারে। শেহজাদ খেলেন ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস। ৩৯ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও একটি ছক্কা।  শেষ দিকে জয়টি সহজ করেন শায়মান আনোয়ার  ১৮ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর