বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তামিমের প্রতিপক্ষ বন্ধু আমির

ক্রীড়া প্রতিবেদক

তামিমের প্রতিপক্ষ বন্ধু আমির

তামিম ইকবাল এশিয়া কাপ খেলছেন না- ঢাকায় পা রাখার আগে জানতেনই না মোহাম্মদ আমির। এশিয়া কাপ খেলতে ঢাকায় পা রেখে বন্ধুর খোঁজ নিতে গিয়েই জানতে পারেন, তামিম দেশের বাইরে এবং সন্তানের জন্মের সময় পাশে থাকতে সরে দাঁড়িয়েছেন এশিয়া কাপ থেকে। খবরটি শোনার পর হতাশা নেমে এসেছিল আমিরের চোখে মুখে। তবে আজ দেখা হচ্ছে দুই বন্ধুর। বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আজ দুজনে মাঠে নামছেন পরস্পরের প্রতিপক্ষ হয়ে।

তামিম ও আমির বন্ধু হয়েছেন বিপিএল থেকে। বিপিএলে তৃতীয় আসরে একসঙ্গে খেলেছেন চিটাগাং কিংসের পক্ষে। তখন থেকেই একে অপরের ভালো বন্ধু। তামিম এশিয়া কাপের শুরুতে ছিলেন না। আজ পাকিস্তানের বিপক্ষে খেলবেন দলে প্রয়োজনে। ওপেনাররা রান করতে পারছেন না। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনারদের এমন বেহাল অবস্থা দেখেই টিম ম্যানেজমেন্ট বিশেষ ব্যবস্থায় খেলাচ্ছেন তামিমকে। তামিমও দেশের টানে স্ত্রী ও পুত্র সন্তানকে রেখে চলে আসেন এবং যোগ দেন দলের সঙ্গে। বিপরীতে আমির পাকিস্তান দলে ফিরেছেন পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর সব ধরনের নিষিদ্ধ হয়েছিলেন বাঁ হাতি পেসার। ফিরেছেন এবং পাকিস্তান দলের মূল স্ট্রাইক বোলারও। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে যে বোলিং করেন আমির, তা শুধু কল্পনাতেই সম্ভব। প্রথম ওভারেই গতি ও সুইংয়ে নাকাল করে সাজঘরে ফেরত পাঠান রোহিত শর্মা, সুরেশ রায়নাকে। দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও বিধ্বংসী ছিলেন। ২৪ বলে ২০টিই নেয় ডট। যা টি-২০ ক্রিকেটে রেকর্ড। এমন বিধ্বংসী মেজাজের আমিরের বিপক্ষে আজ তামিমের দ্বৈত রথটা বেশ জমবে।

সর্বশেষ খবর