বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভোট কিনেছিলেন ইনফান্তিনো!

ক্রীড়া ডেস্ক

ভোট কিনেছিলেন ইনফান্তিনো!

নবনির্বাচিত ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সোমবার জুরিখে ফিফা হেডকোয়ার্টার মাঠে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। খেলেছেন প্রাণভরে। কখনো ফরোয়ার্ড লাইনে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন আবার কখনো ডিফেন্স লাইনে দিয়েছেন বাঁধ। নতুন যুগের সূচনা করার জন্য নাকি এমন একটা ম্যাচের খুব প্রয়োজন ছিল ইনফান্তিনোর। সুইস এ ফুটবল সংগঠক ফিফায় সব রকমের দুর্নীতির মূলোৎপাটন করতে চান। সুবিধাবাদীদের জন্য বন্ধ করতে চান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দরজা। ইনফান্তিনো এ কাজে কতটা সফল হবেন, তা কেবল ভবিষ্যতেই জানা যাবে। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ইতালিয়ান ক্লাব পালেরমোর প্রেসিডেন্ট মরিজিও জ্যাম্পারিনি। তার মতে, ফিফা সভাপতি হওয়ার জন্য ইনফান্তিনো ভোট কিনেছেন। মরিজিও মোটেই সন্তুষ্ট নন ইনফান্তিনো ফিফা সভাপতি হওয়ায়। তিনি বলেন, ‘সিস্টেমে কোনো পরিবর্তনই আসেনি। নতুন ফিফা সভাপতি আমলাদের প্রধান হয়েছেন। তিনি এর আগে সব কিছুর সঙ্গেই জড়িত ছিলেন। ইনফান্তিনো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন কারণ তিনি শেখের (শেখ সালমান) চেয়ে বেশি ভোট কিনতে পেরেছেন।’

সর্বশেষ খবর