শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

টাইগারদের প্রশংসায় সাঙ্গাকারা

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের প্রশংসায় সাঙ্গাকারা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। ৬ মার্চ মুখোমুখি হবে ভারতের। মোহাম্মদ আমের, মোহাম্মদ সামি, মোহাম্মদ ইরফানদের গতি, বাউন্স ও সুইং সামলে অসাধারণ মানসিকতায় ম্যাচ জিতেছেন মাশরাফিরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারানোয় মাশরাফি বাহিনী এখন দেশের সবচেয়ে বড় সেলেব্রেটি। গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের প্রশংসায় ভাসছেন। মাশরাফিদের প্রশংসা, বন্দনা করছেন কুমার সাঙ্গাকারা, ভিভিএস লক্ষ্মণ, ইয়ান বিশপদের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।

সাঙ্গাকারা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয়। কিছুদিন আগে খেলে গেছেন বিপিএল। তাই খুব ভালো করে জানেন এ দেশের মানুষ কতটা ক্রিকেট ভালোবাসেন। কাল পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিকে হারানোর পর টুইট করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে, ‘অসাধারণ জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশকে। এই জয় বাংলাদেশের সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। নিজ যোগ্যতায় বাংলাদেশ ফাইনাল খেলবে এশিয়া কাপের। এ জন্য হাতুরু ও তার দলকে অভিনন্দন।’ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার বিশফ প্রশংসা করেন টাইগার অধিনায়ক মাশরাফির। বিশপ এখন ধারাভাষ্যকার। তিনি বেশ ভালো করেই চিনেন বাংলাদেশকে। পাকিস্তানকে হারানোর পর বিশপ বলেন, ‘বাংলাদেশকে দেখে সত্যিই খুশি লাগছে। এই জয় তাদের ধারাবাহিক উন্নতির একটি অংশ। মাশরাফি দিন দিন দারুণ নেতা হয়ে উঠছেন।’ ভারতের ব্যাটিং শিল্পী লক্ষ্মণ বলেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে।’ এক সময়কার বাংলাদেশ ক্রিকেটের চরম সমালোচক আকাশ চোপড়াও প্রশংসা করেন বাংলাদেশের, ‘সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে টানা পাঁচটি ম্যাচ হারালো বাংলাদেশ।’ বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট প্রশংসা করেন টাইগারদের, ‘গত পাঁচ বছরে বাংলাদেশ ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে।’

সর্বশেষ খবর