বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজকে ছাড়াই প্রথম ম্যাচ!

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজকে ছাড়াই প্রথম ম্যাচ!

রানিং ও স্ট্রেচিং করলেও নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামার বিষয়টি অনিশ্চিত কাটার বোলার মুস্তাফিজুর রহমানের —বিসিবি

এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায় কালবোশেখী ঝড়ে। বৃষ্টির ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে পড়ে এশিয়ার সেরা হওয়ার স্বপ্ন। বৃষ্টি কখনো সখনো আশির্বাদ হলেও ফাইনালে বয়ে এনেছিল দুঃসহ যন্ত্রণা। যা মাশরাফিদের পোড়াবে আজীবন। স্বপ্নের শিরোপা জিততে না পারার কষ্ট নিয়ে সোমবার ‘হিম সুন্দর’ ধর্মশালায় পা রাখেন মাশরাফিরা। সেখানেও মাশরাফিদের অভ্যর্থনা জানায় ধুম বৃষ্টি। ভারী বর্ষণের পাশে শিলা বৃষ্টি; শরীরে হিম ধরিয়ে দেয় ক্রিকেটারদের। ভাড়া করা বিমান থেকে নেমে মাশরাফির তাই স্বগোক্তি, ‘এখানেতো বেশ ঠাণ্ডা।’ ‘পাহাড়ি নগর কাংরা, সেখানেই অনিন্দ্য সুন্দর ধর্মশালা স্টেডিয়াম। শিল্পী যেন তার মনের মাধুরী দিয়ে নানা রংয়ে পাহাড়ের গায়ে এঁকেছেন স্টেডিয়ামটি। চোখ জুড়ানো স্টেডিয়াম লাগোয়া মাঠটিতে কাল রৌদ্রকরোজ্জ্বল আলোয় অনুশীলন করেন মাশরাফিরা। দলের সঙ্গে রানিং, স্ট্রেচিং করলেও বোলিং করেননি ‘বিস্ময় বোলার’ মুস্তাফিজুর রহমান। তাহলে কি আজ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছেন না মুস্তাফিজ? ডান কোমড়ের পেশির টানে ভারতের বিপক্ষে ফাইনাল খেলেননি মুস্তাফিজ। তার জায়গায় খেলেন বিপিএলের তারকা বোলার আবু হায়দার রনি। খেললেও মুস্তাফিজের বিকল্প হতে পারেননি। মুস্তাফিজবিহীন বাংলাদেশের বোলিংকে বেশ সাবলীল খেলে জিতে নেয় রেকর্ড ষষ্ঠ শিরোপা। ১৫ ওভারে ১২০ রান করেও ম্যাচ জিততে পারেনি। হাড়ে হাড়ে টের পেয়েছে মুস্তাফিজের অভাব। আরব আমিরাত ম্যাচের পরই ডান কোমড়ে টান পড়েছিল মুস্তাফিজের। পরে শ্রীলঙ্কার বিপক্ষে খেললেও এরপর চলে যান বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে হাইভেল্টেজ ম্যাচটি খেলেননি। না খেললেও অসামান্য জয় তুলে ফাইনালে জায়গা নেয় দুরন্ত মাশরাফিবাহিনী। পাকিস্তান ম্যাচে মুস্তাফিজের অভাবটা বোধ হয়নি আল আমিন, তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে। আজ ‘টিউলিপ’ ফুলের দেশ নেদারল্যান্ডসকে হারাতেই হবে টাইগারদের। টি-২০ বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই কোমড়ের পেশিতে টানের জন্য খেলতে পারার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে মুস্তাফিজের। মাঠে নামার আগে বলা যায় বেশ বড়সড় ধাক্কা!

মুস্তাফিজ খেলবে না- সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেননি টাইগার অধিনায়ক। শুধু বলেছেন, ‘মুস্তাফিজের ইনজুরি রয়েছে। এখনও জানি না মুস্তাফিজ কতটা ফিট। ফিজিওর সঙ্গে বসে জানতে পারবো।’ খেলা, না খেলার বিষয়ে বললেও ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে দিনব্যাপী ফিটনেস নিয়ে কাজ করায় অনেকটাই নিশ্চিত হওয়া গেছে, আজ ডাচদের বিপক্ষে লড়াইয়ে মুস্তাফিজকে পাচ্ছেন না মাশরাফি। কোমড়ের পেশির টান থেকে সুস্থ হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। যদি এতটা সময় লাগে, তাহলে ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে ম্যাচও মিস করতে পারেন মুস্তাফিজ। এমনটা হলে বেশ বড় ধাক্কাই বলা যাবে!

সর্বশেষ খবর