বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এগিয়ে যাওয়ার পালা

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে যাওয়ার পালা

ফাহিমা

ক্রিকেট বলে ক্যাচ ধরার কৌশল ফাহিমাকে দেখিয়েই কোচ অনুশীলন করাচ্ছিলেন অন্যদের। কোচের নজরে আসলেন। বিভাগীয় প্রতিযোগিতায় খেললেন বরিশাল বিভাগের হয়ে। কারণ চ্যাম্পিয়ন খুলনা দলে যে খেলার সুযোগ নেই। বরিশালের পক্ষে নৈপুণ্য প্রদর্শন করার পর পেছনে আর তাকাতে হয়নি ফাহিমা খাতুনকে। ডাক পেয়ে যান খুলনা বিভাগেও। এরপর সিঁড়ি বেয়ে স্বপ্নপূরণ। আহমেদাবাদে ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটে।

দেশের নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার এখন ফাহিমা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশের বাড়ির মেয়ে। তাই ক্রিকেটার হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। বাধাও এসেছিল, কিন্তু লাভ হয়নি। ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে বলে পরিচিত নারী ক্রিকেটার হয়ে উঠেছেন। টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে অবদান রাখতে চান। কঠিন গ্রুপ, তারপরও ভালো করার ব্যাপারে ফাহিমা আশাবাদী। বললেন, শিরোপা রেসে না থাকলেও এবার সম্মানজনক স্থানে থাকা সম্ভব। বাছাইপর্বে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ। টানা দুই এশিয়ান গেমসে রুপা পেলেও বিশ্ব ক্রিকেটে ফাহিমারা এখনো জ্বলে উঠতে পারছেন না। তবে পারফরম্যান্সের উন্নয়ন ঘটেছে ব্যাপকভাবে। প্রতিপক্ষ বুঝে খেলার ক্ষমতা রাখে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে এবারের প্রস্তুতিটাও খারাপ নয়। মাশরাফিরা টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল মাঠে নামবে। টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তাতে কি, ভুল-ত্রুটি শোধরানোর ভালো সুযোগ তো পেয়েছে। মেয়েদের একটা টুর্নামেন্ট করা গেলে ভালোই হতো। তবে বিশ্বকাপে মাঠে নামার আগে আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো। এতে করে ভুল ত্রুটিটা মেয়েদেরও তাই প্রীতি ম্যাচের দরকার ছিল। খেললে শেষ ভুল-ত্রুটিটা শুধরিয়ে নিতে পারবো।

সর্বশেষ খবর