বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নেদারল্যান্ডসের কাছেও হারের রেকর্ড রয়েছে

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর দুই দেশ আরও বহু ম্যাচ খেলেছে প্রতিপক্ষ হয়ে। তাতে বাংলাদেশের সাফল্যই বেশি। অবশ্য নেদারল্যান্ডসের জয়ও আছে। সেটা টি-২০ ক্রিকেটে। ২০১২ সালে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল দুই দেশ। প্রথমটি বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে। শেষটি হেরে যায় ১ উইকেটে এবং শেষ বলে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারে ১২৮। ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৫০ রান করেছিলেন প্রতিকূল পরিবেশে। ৪৬ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ও একটি ছক্কা। মাহমুদুল্লাহ রিয়াদ ৪১ রান করেছিলেন ৩১ বলে ৬ চারে। সেই মাহমুদুল্লাহ আজও ভরসা। অলরাউন্ডার জিয়াউর রহমান ২২ রান করেছিলেন ১৭ বলে। এছাড়া জুনায়েদ ও সাকিব শূন্য, অধিনায়ক মুশফিক ২, নাসির ২ রান করেছিলেন। ১২৯ রানের টার্গেট ছুঁড়ে শেষ বল পর্যন্ত লড়াই করেছিল টাইগাররা। কিন্তু ওপেনার স্টুয়ার্টের সঙ্গে পেরে উঠেনি টাইগাররা। স্টুয়ার্ট ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ২টি করে উইকেট নেন শফিউল ইসলাম, সাকিব, আব্দুর রাজ্জাক রাজ।

সর্বশেষ খবর