বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের শুভ সূচনা

এক সময় ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ শাসিত রাজ্য ছিল হংকং। তখন ইংলিশ ক্রিকেটাররা খেলেতেন দ্বীপরাষ্ট্রটির হয়ে। এখন দেশটি চীন শাসিত। তারপরও দেশটির ক্রিকেট দলে দেখা যায় ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের। এবার তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া। দেশটির পক্ষে দুটি ওয়ানডে খেলা রায়ান ক্যাম্পবেল কাল অসাধারণ সৌন্দর্য্যের ধর্মশালা স্টেডিয়ামে প্রথমবার টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে নামেন। ৪৪ বছর বয়স্ক সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্যর্থ হয়েছেন পুরোপুরি। তার সঙ্গে ব্যর্থ হয়েছে হংকংও। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সূচনা ম্যাচে কাল হংকংকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে। ওপেনার ভুসিমুজি সিবান্ধা সর্বোচ্চ ৫৯ রান করেন মাত্র ৪৬ বলে। যাতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। শেষ দিকে অধিনায়ক এল্টন চিগুম্বুরা ১৩ বলে ২৩০.৭৬ স্ট্রাইক রেটে ৩০ রানের অপরাজিত রান করলে স্কোর সন্মানজনক ১৫৮তে পৌঁছায়। হংকংয়ের পক্ষে তানভির আফজাল ও আইজাজ খান ২টি করে উইকেট নেন। ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ১৪ রানে স্কটল্যান্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৭০ রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ড তুলে ১৫৬ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর