বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কঠিন গ্রুপ তবু আশাবাদী জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

কঠিন গ্রুপ তবু আশাবাদী জাহানারা

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বাছাইপর্বের লড়াইয়ে মাশরাফিরা আজ মাঠে নামছে। ধর্মশালায় প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে নেদারল্যান্ডস। রবিবার এশিয়া কাপ ফাইনাল খেলেই সোমবার ধর্মশালার পৌঁছায় টাইগাররা। ভারতে একই সঙ্গে মহিলা টি-২০ বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে। আসরে অংশ নিতে জাহানারা, সালামারা গতকাল ঢাকা ছাড়েন। বিকালেই ব্যাঙ্গালুরুতে পৌঁছে যায় দল। এখানেই ১৫ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। একই ভেন্যুতে ১৭ মার্চ জাহানারাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও ২৪ মার্চ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি-২০ বিশ্বকাপে নারী ক্রিকেটাররা সুবিধা করতে পারেনি। নবম স্থান দখল করেছিল। এবারে ভালো কিছু করতে চায়। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক জাহানারা বলে যান, ‘লক্ষ্য আমাদের শিরোপা নয়। তারপরও আমরা ভালো করতে চাই। গ্রুপে প্রতিপক্ষরা শক্তিশালী হলেও লড়াই করার ক্ষমতা আছে। ভালো প্রস্তুতি নিয়েই খেলতে যাচ্ছি। আশা করি দেশবাসীকে হতাশ করব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর