শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সুপার টেনে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের ক্রিকেট এখন অস্তগামী সূর্য। ডেভ হটন, অ্যান্ডি ফ্লাওয়ারদের সময়কার সেই শৌর্য-বীর্য এখন আর নেই। না থাকলেও ক্রিকেট খেলছে আফ্রিকান দেশটি। ভুসিমুজি সিবান্ধা, হ্যামিল্টন মাসাকাদজরা চেষ্টা করছেন হারানো সৌন্দর্য্য ফিরিয়ে আনতে। সেই ধারাবাহিকতায় টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে টানা দুই জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। চূড়ান্তপর্বে খেলতে দেশটির দরকার আর এক ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। নৈসর্গিক সৌন্দর্য্যের ধর্মশালায় গতকাল বাছাইপর্বের খেলায় ১১ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই হারে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল স্কটল্যান্ডের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৪ রানে হারিয়েছিল হংকংকে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন বাঁ হাতি অলরাউন্ডার শিন উইলিয়ামস। পরে স্কটল্যান্ড ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান সহজে ৬ উইকেটে হংকংকে পরাজিত করে। হংকং প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। আফগানিস্তান পরে দুই ওভার হাতে রেখে ম্যাচ জিতে যায়। আগামীকাল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে যারা জিতবে তারাই সুপার টেনে উঠে যাবে।

জিম্বাবুয়ে ইনিংস : ১৪৭/৭, ২০ ওভার, স্কটল্যান্ড ইনিংস : ১৩৬/১০, ১৯.৪ ওভার।

হংকং ইনিংস : ১১৬/৬, ২০ ওভার, আফগানিস্তান ইনিংস : ১১৯/৪, ১৮ ওভার।

সর্বশেষ খবর