শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ওমান ঘিরেও আলোচনা

ক্রীড়া প্রতিবেদক

ওমান ঘিরেও আলোচনা

টি-২০ ক্রিকেটে অসম্ভব বলে কোনো শব্দ নেই। দল যত শক্তিশালী হোক না কেন ম্যাচ জিতবে তার কোনো নিশ্চয়তা নেই। বুধবার ধর্মশালায় টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড মুখোমুখি হয় ওমানের বিপক্ষে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই ম্যাচে আয়ারল্যান্ড হারবে তা কেউ ভাবতেই পারেনি। কারণ আয়ারল্যান্ড আইসিসির সহযোগী দেশ হলেও তাদের শক্তি সম্পর্কে সবারই জানা ছিল। সুতরাং ওমান ম্যাচে বিধ্বস্ত হবে এই ধারণা সবারই ছিল। তাছাড়া ১৫৪ রান তাড়া করে ওমান জিতবে তা অবাকই মনে হয়েছিল। অথচ বিস্ময়করভাবে ওমান ২ উইকেটে জিতে বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোড়ন তুলেছে। ওমান ক্রিকেট খেলে তা কারও ধারণা ছিল বলে মনে হয় না। ঢাকায় এশিয়া কাপে তা জানা যায়। বাছাই পর্বে লড়াইয়ে হংকংকে হারিয়ে দিয়েছিল। আর টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিচ্ছে। গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থাকাতে ধরে নেওয়া হয়েছিল ওমান শূন্য হাতে ঘরে ফিরবে। অথচ অভিষেকই বাজিমাত। ম্যাচ জয়ের পর বাঁধভাঙা উৎসবে মেতেছিল ওমানের ক্রিকেটার ও কর্মকর্তারা। হবেই না কেন আয়ারল্যান্ডকে হারাবে তা কেউ ভাবতেও পারেনি। আজ ওমান লড়বে নেদারল্যান্ডের বিপক্ষে। রবিবার বাংলাদেশ। হয়তো তাদের পক্ষে দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব হবে না। তারপরও নেদারল্যান্ডস বা এমনকি বাংলাদেশকেও সতর্ক হয়ে খেলতে হবে। এক জয়ই, ওমানকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তাহলে কি ক্রিকেটে নতুন শক্তির উত্থান হচ্ছে। না ভিনদেশি ক্রিকেটার নিয়ে আর কত দূর যেতে পারবে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর