শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাফুফের ইজিএম উত্তপ্ত ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন দ্বারপ্রান্তে। আগামী মাসেই বর্তমান মেয়াদ শেষ হয়ে যাবে। সম্ভবত মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যে কোনো সংস্থার সাধারণ সভা অর্থাৎ এজিএম হয়ে থাকে। কিন্তু আগামীকাল চট্টগ্রামে বাফুফের বিশেষ সাধারণ সভা ইজিএম হবে। জরুরি ভিত্তিতে কোনো কাজের প্রয়োজন বা সংস্থার হট্টগোল বাঁধলে ইজিএম হয়ে থাকে। ফুটবল ফেডারেশনেতো সে ধরনের কোনো ঘটনায় ঘটেনি। তাহলে আবার ইজিএমের প্রয়োজন পড়ল কেন? তাও আবার চট্টগ্রামে, বিশাল অর্থ ব্যয় হচ্ছে এ বিশেষ সভায়। অধিকাংশ প্রতিনিধিদের প্লেন ভাড়া ছাড়াও অভিজাত হোটেলে রাখা হচ্ছে। শুধু তাই নয়, হাত খরচও দেওয়া হচ্ছে। অথচ ইজিএমে নাকি কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে না। শুধুমাত্র আয়-ব্যয় পাস করাতে এমন ব্যয়বহুল আয়োজন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ইজিএম নিমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়নি। অথচ অভিযোগ ওঠেছে যারা বাফুফের কর্মকাণ্ডে অসন্তুষ্ট বা বিভিন্ন কাজের প্রতিবাদ জানাতে পারেন। তাদেরকে বিশেষ সভায় নিমন্ত্রণ জানানো হয়নি। এমনকি ভুয়া প্রতিনিধি বানিয়ে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে এমন অভিযোগও পাওয়া গেছে। দেশের শীর্ষ দুই ক্লাব শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহামেডান ইজিএমে তাদের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বলেন, ‘প্রশ্নই ওঠে না ইজিএমে যাওয়ার। এই ইজিএম অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। দেশের ফুটবল শেষ হয়ে যাচ্ছে, সেখানে কিনা ইজিএমের নামে পিকনিকে ব্যস্ত বাফুফে। শুধু তাই নয়, প্রতিবাদ হিসেবে বাফুফের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে বিরোধীপক্ষ। সবকিছু মিলিয়ে বাফুফের নির্বাচনের আগে উত্তপ্ত পরিবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সর্বশেষ খবর