শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তান না জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে ভেস্তে গেছে ওমান-নেদারল্যান্ডস ম্যাচ। ফলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে গত আসরের চূড়ান্ত পর্বে খেলা টিউলিপের দেশ নেদারল্যান্ডস। ইউরোপীয় দেশটি যখন আনুষ্ঠানিক ম্যাচ খেলবে, তখন আজ চূড়ান্ত পর্বে খেলার জন্য জোর লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে বাছাইপর্বে। আজ দুই দলের অলিখিত ফাইনালের জয়ী দল খেলবে চূড়ান্ত পর্বে। সুপার টেনে জয়ী দল খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ গ্রুপে। দিনের অন্য ম্যাচে খেলবে স্কটল্যান্ড ও হংকং। দুই দলই হেরেছে দুটি করে ম্যাচ।

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে দুদলই খেলেছে। কিন্তু খেলতে পারেনি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। বাছাইপর্বের ব্যারিয়ার টপকে জায়গা নিতে পারেনি চূড়ান্ত পর্বে। মজার বিষয় টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের র‌্যাঙ্কিং আবার বাংলাদেশের উপরে! সেই আফগানিস্তান কিছুদিন আগে খেলতে ব্যর্থ হয় এশিয়া কাপ। বাছাইপর্বে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পেরে ওঠেনি। তবে সব ব্যর্থতাকে আড়াল করে চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে আফগানিস্তান এগিয়ে যাচ্ছে উল্কার গতিতে। বাছাইপর্বে প্রথম দুই খেলায় দাঁড়াতেই দেয়নি প্রতিপক্ষকে। আজগার স্ট্যানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদরা দুরন্ত ক্রিকেট খেলছেন। প্রথম ম্যাচে ইউরোপীয় প্রতিনিধি স্কটল্যান্ডকে হারায় ১৪ রানে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করেছিল। জবাবে স্কটল্যান্ডকে থামিয়ে দেয় ১৫৬ রানে। দ্বিতীয় ম্যাচে চীনা উপনিবেশ হংকংকে দাঁড়াতেই দেয়নি। ১১৬ রানে বেঁধে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। পিছিয়ে নেই টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েও। প্রথম ম্যাচে ১৫৮ রান তুলে হংকংকে হারায় ১৪ রানে। দ্বিতীয় ম্যাচে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল আফ্রিকান প্রতিনিধিরা। ১৪৭ রান তুলে স্কটল্যান্ডকে হারায় ১১ রানে।

বাংলাদেশ ইনিংস : ৯৪/২, ৮ ওভার (তামিম ৪৭, সৌম্য ২০)। ম্যাচ পরিত্যক্ত

সর্বশেষ খবর