শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে ইজিএম ঢাকায় প্রতিবাদ

ফুটবলে দ্বন্দ্ব

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল মানের চরম অবনতি ঘটেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। শৃঙ্খলা ভাঙার অপরাধে বিভিন্ন মেয়াদে জাতীয় দল থেকে চার ফুটবলার নিষিদ্ধও হয়েছেন। ফুটবলে কোনো সুখবর নেই, হতাশা আর হতাশা। অথচ এ নিয়ে মাথাব্যথা নেই দায়িত্বশীল কর্মকর্তাদের। ফেডারেশন ও ক্লাবগুলোর সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। আজ চট্টগ্রামে বিশেষ সভার (ইজিএম) আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সামনে নির্বাচনকে ঘিরেই মূলত এই আয়োজন। অধিকাংশ কাউন্সিলরের প্লেন ভাড়া ছাড়াও অভিজাত হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে বাফুফে। অথচ এখানে নাকি বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনার কোনো সুযোগ থাকছে না। আয়-ব্যয় পাস করাতে ঢাকার বাইরে ইজিএম করা হচ্ছে।

এই ইজিএম আবার মেনে নিতে পারছে না কোনো কোনো ক্লাব। এর মধ্যে শীর্ষ দুই ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা মোহামেডান অন্যতম। তাই তারা চট্টগ্রামে ইজিএমে প্রতিনিধি পাঠাচ্ছে না। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বলেছেন, ‘এই ইজিএম অর্থ অপচয় ছাড়া আর কিছু নয়। যেখানে কথা বলার সুযোগ থাকবে না যেখানে থেকে লাভ তো নেই।’ শেখ জামাল সভাপতি মনজুর কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুটবল শেষ হয়ে যাচ্ছে। অথচ ইজিএম করে তামাশা করছে বাফুফে। ফুটবলকে বাঁচাতে হবে। তাই প্রতিবাদ জানাতে শনিবার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছি। চক্রান্তকারীদের হাত থেকে ফুটবল বাঁচাতে কী কী পদক্ষেপ নেব তা আমরা প্রেস ব্রিফিংয়ে তুলে ধরব।’ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা ইজিএমে যোগ দিতে সবাইকে নিমন্ত্রণ করেছি। এখন যদি কেউ আসতে না চায় জোর তো করতে পারি না।

সর্বশেষ খবর