শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কলম্বিয়ার ফুটবলার শেখ রাসেলে

ক্রীড়া প্রতিবেদক

লোকাল কালেকশন চোখে পড়ার মতো। এতেও সন্তুষ্ট নয় শেখ রাসেল ক্রীড়া চক্র। গতবার দুর্ভাগ্যক্রমে পেশাদার লিগের শিরোপা ফসকে গেছে। লক্ষ্য এবার ফুটবলে প্রতিটি ট্রফি জেতা। তাই লোকালের পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলার আনতে ব্যস্ত কর্মকর্তারা। গতকাল ভোরে শেখ রাসেলে খেলতে এসেছেন কলম্বিয়ার আক্রমণ ভাগের খেলোয়াড় অ্যান্ডার জেডিয়ার। ট্রায়াল দেখে তার সঙ্গে চুক্তি করবে ক্লাব। গত মাসে উড়ে আসেন ইথিওপিয়ার স্ট্রাইকার ফিকরু টেয়েফা লাসিসা ও সেনেগালের ডিফেন্ডার মাসাম্বা সাম্বু। অনুশীলন দেখে সন্তুষ্ট হতে  পারেননি কোচ মারুফ। তাই মাসাম্বাকে দলে না রেখে বিদায় জানানো হয়েছে। অন্যদিকে ফিকরুকে রাখা হয়েছে। তার সঙ্গে চুক্তিও হয়ে গেছে বলে জানালেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেনিম। গতবারের খেলা ক্যামেরুনের ইকাঙ্গাও এবার থাকছেন।

শেখ রাসেল ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড থেকেও ফুটবলার আনছে।

সর্বশেষ খবর