রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রতিপক্ষ ওমান তবু সতর্ক টাইগাররা

প্রতিপক্ষ ওমান তবু সতর্ক টাইগাররা

বোলিং কোচ হিথ স্টিক

হোটেলের পাশের সবুজ ‘ধলাধর’ পাহাড়টি এখন ধবধবে সাদা। এক রাতেই গোটা পাহাড়ে জমে গেছে বরফ। রাতভর বৃষ্টি, সেই সঙ্গে কনকনে ঠাণ্ডা! ধর্মশালায় লোকালয়ের তাপমাত্রা নেমেছিল ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে। হিম বাতাস যেন শরীর এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছিল। কিন্তু দুপুরের পরই ভিন্ন চিত্র। মেঘ ভেদ করে বেরিয়ে আসে সূর্য। ঝলমলে রোদ যেন হাসি ফোটায় ওমানের ক্রিকেটারদের মুখে। স্বস্তি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও!

আজকের ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশের ভয়ের কিছু নেই। নেট রানরেটে এগিয়ে থাকায় এখন ভাবনাহীন ক্রিকেটাররা। তার পরও খেলার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন টাইগাররা। টি-২০ যতই অনিশ্চয়তার খেলা হোক না কেন, তাই বলে দ্বিতীয় রাউন্ডে যেতে ওমানের মতো দলের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির কামনা করবে এমন ‘সংকীর্ণমনা’ পর্যায়ে নেই বাংলাদেশ দল!

টি-২০-তে কাগজে-কলমে বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল! তাই এশিয়ার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে টাইগারদের দৃষ্টি কেবল চূড়ান্ত পর্বে আটকে থাকবে তা কেন? ক্রিকেটাররাও মনেপ্রাণে বিশ্বাস করেন, তাদের চ্যাম্পিয়ন লড়াইয়ে থাকার কথা! কিন্তু ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির অদ্ভুত নিয়মের কারণে ভাবনাটা আপাতত প্রথম রাউন্ডেই আবদ্ধ করে রাখতে হচ্ছে! বাংলাদেশের পরিকল্পনাটাই এমন, ‘ম্যাচ বাই ম্যাচ’ জিতে এগিয়ে যাওয়া। তার পরও ওমানের বিরুদ্ধে খেলার জন্য উদগ্রীব হয়ে আছে টাইগাররা।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেটাররা ওমানের বিরুদ্ধে খেলার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। আমরা খেলতে চাই। এসব টিম নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা যদি ওমানের মতো দলের বিরুদ্ধে জিততে না পারি তাহলে পরের রাউন্ডে খেলার যোগ্যতা রাখি না। এশিয়া কাপে শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে জিতে ফাইনাল খেলেছি। তাই এখন আয়ারল্যান্ড-ওমান নিয়ে চিন্তা করলে তো হবে না। আমরা খেলেই জিততে চাই। বৃষ্টি হলে তো করার কিছু নেই। তবে খেললে আমাদের জন্য ভালো হবে। দলের তরুণ ক্রিকেটাররা আরও শিখবে।’

খেলা হোক বা না হোক, ওমানকে নিয়ে সতর্ক বাংলাদেশ। বোলিং কোচ হিথ স্টিক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা অনেক বড় ম্যাচ। ওমান অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা যে কেবল ভাগ্যের জোরে এ পর্যায়ে এসেছে তা বলব না। তবে এটা ঠিক যে, বাংলাদেশের বিরুদ্ধে আপসেট ঘটানোর জন্য তারা প্রস্তুত। আমরাও সতর্ক।’

আগের ম্যাচে বৃষ্টি ওমানের জন্য আশীর্বাদ হয়ে এলেও আজকের ম্যাচে বৃষ্টি তাদের জন্য অভিশাপ হয়ে যাবে! কিন্তু প্রকৃতির ওপর তো আর কারও হাত নেই। তবে বৃষ্টি না হলেও আরেকটা ঝড়ের মুখোমুখি হতে হবে ওমানকে। তামিম ঝড়! প্রথম দুই ম্যাচে বাংলাদেশের মোট রানের যোগফল (১৫৩ ও ৯৪) যেখানে ২৪৭, সেখানে তামিম একাই করেছেন ১৩০। অতিরিক্ত ও দলের অন্য ব্যাটসম্যানরা মিলে করেছেন ১১৭ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৮৩ রানের সঙ্গে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ৪৭! তবে তামিমকে আটকের কৌশলও নাকি তৈরি করে রেখেছে ওমান। দলটির সহ-অধিনায়ক আমির কালিম বলেন, ‘তামিমকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। চেষ্টা থাকবে যাতে তিনি বেশিক্ষণ উইকেটে টিকতে না পারেন। আমাদের বোলারদের সেভাবে নির্দেশনা দেওয়া আছে।’

টানা বৃষ্টির কারণে গতকাল সারা দিন হোটেল ‘দ্য প্যাভিলিয়ন’ থেকে বের হননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দুপুরে হিথ স্টিকের সঙ্গে স্টেডিয়ামে এসেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। জিম করেছেন বেশ কিছুক্ষণ। এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন কাটার মাস্টার। তাই আজকের ম্যাচেও দেখা যাচ্ছে না সাতক্ষীরার সুপারম্যানকে। তবে আজকের ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়েই রয়েছে সন্দেহ। কেননা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ-ওমান ম্যাচ চলাকালে বজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে!

সর্বশেষ খবর