রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নিরুত্তাপ ফুটবল, উত্তপ্ত পরিবেশ

ক্রীড়া প্রতিবেদক

নিরুত্তাপ ফুটবল, উত্তপ্ত পরিবেশ

চট্টগ্রামে বাফুফের ইজিএম হয়েছে গতকাল। আর ঢাকায় হয়েছে প্রতিবাদ। ফুটবলে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। এক দিকে ইজিএম অন্য দিকে প্রতিবাদ। ফুটবল ঘিরে উত্তপ্ত ক্রীড়াঙ্গণ। দেশের শীর্ষ দুই ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা মোহামেডান ইজিএমে কাউন্সিলর পাঠায়নি। শুধু তাই নয়, বিশেষ সভায় বাফুফে নির্বাহী কমিটির বেশ কজন সদস্য উপস্থিত ছিলেন না। ঢাকার স্থানীয় এক হোটেলে ইজিএমের বিরোধিতা করে সংবাদ সম্মেলনও ডাকা হয়। আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এই সম্মেলনের মূল উদ্যোক্তা শেখ জামাল সভাপতি মনজুর কাদের ও মোহামেডানের ডারেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা তা নিয়ে কোনো সংশয় নেই। বাফুফের সাবেক সহ-সভাপতি মনজুর হোসেন মানু, মমিনুল হক সাইদ ছাড়াও বেশ ক’জন সংগঠক উপস্থিত ছিলেন। তবে দেখা মিলেছে একাধিক সাবেক তারকা ফুটবলারের। স্বাধীন বাংলা ও জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারোয়ার টিপু, শামসুল আলম মঞ্জু, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শেখ মো. আসলাম, কায়সার হামিদ, আবদুল গাফফার, রুম্মন বিন ওয়ালি সাব্বির, শফিকুল ইসলাম মানিকদের মতো মাঠ কাঁপানো ফুটবলারদের উপস্থিতি বলে দেয় বাফুফের কর্মকাণ্ডে এই গ্রুপ কতটা অতিষ্ঠ। কাদের বলেন, সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ায় সবার আশা ছিল ফুটবলে উন্নয়ন ঘটবে। অথচ আট বছরে উন্নয়ন তো দূরের কথা তিনি কোনো পরিকল্পনাই দাঁড় করাতে পারেননি। ফুটবল ধ্বংস হতে চলেছে। আমরা চাই না জনপ্রিয় এ খেলার মৃত্যু ঘটুক। ফুটবলকে বাঁচাতে তাই এক কাতারে আমরা শামিল হয়েছি। তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো গ্রুপ তৈরি করছি না। অযোগ্য লোকদের হাতে ফুটবল যেন পুনরায় জিম্মি না হয়ে পড়ে সেই আবেদনটাই রাখছি। বাফুফের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে সাবেক কজন ফুটবলারও বক্তব্য রাখেন। এদিকে ইজিএমে বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, যারা বিশৃঙ্খলা করছে কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর