শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রিমিয়ার ক্রিকেট শুরু ২০ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ক্রিকেট শুরু ২০ এপ্রিল

আগস্টে ভারতে একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। বছরের বাকি সময় আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আগামী জানুয়ারিতে। অবশ্য মার্চ পর্যন্ত ব্যস্ত সূচিতে ঠাসা ছিল মাশরাফি, মুশফিক, সাকিবদের খেলা। বছরের বাকি সময় যাতে ক্রিকেটাররা মাঠে থাকেন, তাই গতকাল বিসিবির ওয়ার্কিং কমিটি জরুরি সভায় বসে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল, খেলা মাঠে গড়ানোর তারিখ নির্ধারিত করেছে। বিপিএলের চতুর্থ আসরেরও সম্ভাব্য সময় ঠিক করেছে ওয়ার্কিং কমিটি। প্রিমিয়ার ক্রিকেটে এবার ৮ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স বাই চয়েজ। ক্রিকেটারদের প্লেয়ার্স বাই চয়েজ ১০ এপ্রিল। ১২ দলের জমজমাট প্রিমিয়ার ক্রিকেট শুরুর সম্ভাব্য তারিখ ২০ এপ্রিল। বিপিএলের চতুর্থ আসর মাঠে সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে নভেম্বরে।

প্রিমিয়ার ক্রিকেট নিয়ে টানাপড়েন চলছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের মধ্যে। ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করে দিলে ক্রিকেটাররা বিরক্ত হয়। কিন্তু ক্লাবগুলোর দাবিতে নিজ অবস্থানে অনঢ় থাকে বিসিবি। গতকাল ক্রিকেটারদের পারিশ্রমিক রিভাইজ করে ৮ ক্যাটাগরিতে ভাগ করেছে। ২০১৫-১৬ মৌসুমে ক্রিকেটারদের সর্বোচ্চ ৩০ লাখ টাকা পাবেন ‘আইকন’ ক্রিকেটাররা। সর্বনিম্ন পারিশ্রমিক সাড়ে ৩ লাখ টাকা। পারিশ্রমিক নির্ধারণ করলেও ক্রিকেটারদের তালিকা এখনো ঠিক করেনি বিসিবি। এটা ঠিক করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। কাল ওয়ার্কিং কমিটির জরুরি সভা শেষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেটারদের প্লেয়ার্স বাই চয়েজ ১০ এপ্রিল এবং লিগ শুরু ২০ এপ্রিল।’ প্লেয়ার্স বাই চয়েজে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছে আইকন ক্রিকেটাররা।  আইকন ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা ঠিক করেনি। বিপিএলে আইকন ক্রিকেটারের সংখ্যা ছিল ৬। ‘এ’ প্লাস ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির ২০ লাখ, ‘বি’ প্লাস ১৫ লাখ, ‘বি’ ১২ লাখ, ‘সি’ ৮ লাখ, ‘ডি’ ৫ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক সাড়ে ৩ লাখ টাকা। এবার লিগে একজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন প্রতি ম্যাচে। তবে দলগুলোর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন উন্মুক্ত রাখা হয়েছে। প্রয়োজনে প্রতি ম্যাচে নতুন ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। বর্ষা মৌসুমে ক্রিকেট মাঠে গড়াচ্ছে বলে প্রতিটি ম্যাচের পরের দিন রিজার্ভ দিন থাকছে। দলগুলোর আর্থিক সহায়তা ২৫ শতাংশ বাড়াবে বিসিবি। বিপিএল থেকেও অর্থ পাবে ক্লাবগুলো। কিন্তু অর্থের পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর