শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আইপিএলে চমক দেখাতে চান মুস্তাফিজ

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

আইপিএলে চমক দেখাতে চান মুস্তাফিজ

অফুরন্ত সময় এখন মুস্তাফিজুর রহমানের হাতে। খেলা নেই। তাই চাপও নেই। ব্যস্ততা নেই বলে অখণ্ড অবসরটা কাটাতে মুস্তাফিজ ফিরে গেছেন নাড়ীর টানে কালিগঞ্জ উপজেলার তারালির তেঁতুলিয়া গ্রামের। সেখানে গ্রাম-বাংলার মুক্ত বাতাসে বাবা-মা ছাড়াও ভাই-বোন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বিস্ময়কর বোলার। মুস্তাফিজ  বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার, অথচ কোনো গরিমা নেই। গ্রামের ছোট ছোট ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছেন, আবার বাধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠছেন। দেখে বোঝার কোনো উপায় নেই, মুস্তাফিজ এখন বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন।

ধুমকেতুর গতিতে আগমন। এরপর আলোক বর্তিতায় প্রতিপক্ষ দল ও ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে সারল্য মাখা আনন্দে মেতে উঠছেন। সে এক দেখার বিষয়! চলতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে খেলতে গিয়েছিলেন মূল স্ট্রাইক বোলার হিসেবে। কিন্তু ইনজুরির জন্য অপরূপ সৌন্দর্য্যের ধর্মশালায় বাছাইপর্বের একটি ম্যাচও খেলেননি। খেলেননি সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে নিজেকে উপস্থাপন করেন অন্যভাবে। বিশেষ করে নিউজিল্যান্ড ম্যাচে যেভাবে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন ২২ রানের খরচে, তাতে বিস্মিত ব্ল্যাক ক্যাপস দল। টি-২০ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে এপ্রিলে খেলবেন আইপিএলে। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। দলটির অন্যতম ভরসা বাঁ হাতি পেসার আশিষ নেহেরা বলেন, ‘মুস্তাফিজ আল্লাহর প্রদত্ত ক্রিকেটার’।              

অবসর কাটাতে গ্রামে আসলেও অলস সময় কাটাচ্ছেন না মুস্তাফিজ। ছোট বেলার  বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়ে ফিরে যাচ্ছেন শৈশবে। বিস্ময়কর বোলারকে পেয়ে উৎসবে মেতেছে গ্রামের কঁচিকাচারাও। যে স্কুল মাঠে তার হাতেখড়ি, সেই তারালী স্কুল মাঠে ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন ক্রিকেট। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন প্রিয় মোটর সাইকেলে চড়ে। এরই মধ্যে ৩০ মার্চ পার্শ্ববর্তী উপজেলা আশাশুনির বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন এবং স্কুলের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান। স্কুলে উপস্থিত থেকে মুস্তাফিজ স্কুলের ২২৭ জন ছাত্র-ছাত্রীর কার্য বিবরণ শুনেন। গ্রামের বাড়িতে অবস্থানকালে মুস্তাফিজ বলেন, ‘আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশের। তাই সময়টা আমি ক্রিকেট খেলতে চাই। যদি বিসিবি অনুমতি দেয় তাহলে আইপিএল খেলতে যাব।’ আইপিএল খেলার পর সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে সাসেক্সে যাবেন মুস্তাফিজ। আইপিএল ও সাসেক্সে তিনি আলো ছড়িয়ে উজ্জ্বল করতে চান দেশের নাম। টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচে ৯ উইকেট নেওয়া মুস্তাফিজ ভারত ম্যাচ নিয়ে আগ্রহের কথা বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচটি নিয়ে গোটা দেশ তাকিয়েছিল। ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিছু ছোটখাটো ভুলের জন্য হেরেছি। ওই ম্যাচে অবশ্য তাসকিন ও আরাফাত সানি ভাই থাকলে ভালো হতো। তাদের নিষিদ্ধ হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।’      

মুস্তাফিজ যখন ব্যস্ত বন্ধুবান্ধব, গ্রামের ছোট ছোট ছেলেদের নিয়ে। তখন সাতক্ষীরার আরেক কৃতী সন্তান সৌম্য সরকারকে কলারোয়া ফুটবল মাঠে সংবর্ধনা দেওয়া হয়। কলারোয়া ক্রিকেট একাডেমি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সৌম্য বলেন, ‘দেশের হয়ে খেলতে পারাটা সত্যিই গর্বের বিষয়। এলাকার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ থাকায় আমি পারফর্ম করে বিশ্ববাসীর নজর কাড়তে পেরেছি। আশা করি আগামীতে আমি আরও ভালো খেলতে পারব।’

সর্বশেষ খবর