শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দেশপ্রেম!

ক্রীড়া প্রতিবেদক, মুম্বাই থেকে

ভারতে অদ্ভুত একটা দৃশ্য দেখা যায় ম্যাচের দিন। ম্যাচে ধোনিদের প্রতিপক্ষ যে দলই হোক না কেন, স্টেডিয়ামের বাইরে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্রতিদ্বন্দ্ব্বী দলের ব্যানার ফেস্টুন তো দূরের কথা কোনো জার্সিও চোখে পড়ে না। বাইরে হকাররাও ভারত ছাড়া অন্য কোনো দেশের পতাকা বিক্রি করে না। গতকাল ভারত-উইন্ডিজ ম্যাচের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাশে ভারতীয় পতাকা বিক্রেতা অমল দাসের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমরা ভারতকে ভালোবাসি তাই অন্য কোনো দেশের পতাকা বিক্রি করি না। এখানে কোনো হকারই অন্য দেশের পতাকা বিক্রি করে না।’ ভারতীয়দের দেশপ্রেমই বটে। কিন্তু মিরপুরে দেখা যায়, ভিন্ন চিত্র। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে প্রতিদ্বন্দ্ব্বী দুই দেশের পতাকা-জার্সিতে সয়লাব। সেটা পাকিস্তানের পতাকা হোক, ভারতের কিংবা অন্য দেশের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর