শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লম্বা ছক্কার তালিকায় সাকিবও

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাঁকিয়ে বল সরাসরি মাঠের বাইরে পাঠানো, এখনকার ক্রিকেটের আসল বাহাদুরি। অবশ্য বল বাতাসে ভাসিয়ে সীমানা পার করলেই এখন আর বাহবা মেলে না। কতদূর বল ফেলতে পারেন, তাও দেখার বিষয়। প্রতিটি ছক্কার দূরত্ব তাই টিভি ক্যামেরায় ভালোভাবে দেখানো হয়।

টি-২০ বিশ্বকাপে ব্যাটসম্যানদের ছক্কার দূরত্ব বের করে গড় করেছে আইসিসি। সেই গড় থেকেই জানা যাচ্ছে, লম্বা ছক্কা মারতে পারদর্শী কারা। টুর্নামেন্টে অন্তত ৫টি ছক্কা আছে এমন ব্যাটসম্যানদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। শীর্ষদশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দুজন করে খেলোয়াড় আছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। আর ইংল্যান্ড, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আছেন একজন করে। টুর্নামেন্টে ১৪টি ছক্কা মেরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক তামিম ইকবাল। কিন্তু এই তালিকায় জায়গা করে নিতে পারেননি।

সর্বশেষ খবর