শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লিগ মাঠে গড়াবে কবে?

ক্রীড়া প্রতিবেদক

লিগ মাঠে গড়াবে কবে?

ক্লাব কাপ দিয়ে ঘরোয়া হকির মাঠে নামার কথা ছিল। ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ৭ এপ্রিল শুরু হবে। প্রায়  দুই বছর পর সব ক্লাবের অংশ গ্রহণে। খেলা মাঠে গড়াবে এ নিয়ে ক্রীড়াপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এখনো শঙ্কা কাটছে না। ফেডারেশনের সব রকম প্রস্তুতি থাকলেও মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্সের অনুরোধে ক্লাব কাপ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ এপ্রিল। এরপর প্রিমিয়ার লিগ শুরু হতে মের দ্বিতীয় সপ্তাহ লাগতে পারে। তাও হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফেডারেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

খাজা রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক পদ থেকে না সরালে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স হকি মাঠে ফিরবে না বলে হুমকি দিয়েছিল। যাক, নির্বাচিত সাধারণ সম্পাদক হলেও হকির বৃহত্তর স্বার্থে পাঁচ ক্লাবের দাবি মেনে নেওয়া হয়। সবার কাছে গ্রহণযোগ্য ক্রীড়াঙ্গনের সুপরিচিত ব্যক্তি আবদুস সাদেককে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কেটে যায় হকির আকাশে জমে থাকা কালো মেঘ। দলবদলও সম্পন্ন করে পাঁচ ক্লাব। কিন্তু ক্লাব কাপের পেছানোর দাবি নিয়ে শঙ্কা জেগেছে তারা আবার নতুন ফন্দিফিকির খুঁজছে কিনা। পাঁচ ক্লাবের বক্তব্য প্রস্তুতির কারণে ক্লাব কাপ পেছানোর দাবি তুলেছিল। ফেডারেশন তা করেছে এ জন্য ধন্যবাদ। প্রশ্ন উঠেছে, দাবিটা পাঁচ ক্লাব থেকেই এলো কেন? বৈঠকে তারা অযৌক্তিক কিছু প্রশ্নও নাকি তুলেছে। এ জন্য লিগ গড়ানো নিয়ে সংশয় জেগেছে। পাঁচ ক্লাব আবার নতুন দাবি তুলে লিগ বয়কট করে কিনা সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর