মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রিয়ালের বাঁচা-মরার লড়াই

ক্রীড়া ডেস্ক

জার্মান ক্লাব উলফসবার্গের কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ হেরে বেশ বিপদেই আছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে জার্মানিতে ২-০ গোলের পরাজয় রিয়াল মাদ্রিদকে মৌসুমের শেষ শিরোপা স্বপ্ন থেকেও বঞ্চিত হওয়ার ভয় দেখাচ্ছে। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মানদের রুখতে না পারলে পত্রপাঠ বিদায় হতে হবে জিনেদিন জিদানের দলকে। লস ব্ল্যাঙ্কোসদের জন্য কাজটা খুব সহজ হবে না। নিদেনপক্ষে ৩-০ গোলে জিততে হবে তাদের। আর জার্মানরা যদি একটা গোলও পেয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যুতে সেক্ষেত্রে কাজ আরও কঠিন হয়ে যাবে রোনালদোদের জন্য। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘মঙ্গলবার (আজ) আমাদের জন্য এক অসাধারণ রাত হতে যাচ্ছে। ম্যাজিক্যাল অনেক কিছুই হবে সে রাতে। আপনাদের সমর্থনে আমাদের ফুটবলাররা নিজেদেরকে উজাড় করে দিবে মাঠে। আর আমরা পরবর্তী রাউন্ড নিশ্চিত করব। জয় হোক মাদ্রিদের।’ রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে রোনালদো আরও বলেছেন, ‘আমরা ভালো খেলার মাধ্যমে জিততে পারি। এগার জন মাঠে খেলবে। আরও অনেকে থাকবে বেঞ্চে। আর গ্যালারিতে থাকবে ৮০ হাজার সমর্থক। আমি চাই গ্যালারিভর্তি দর্শক আমাদের সমর্থন দিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর