সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রূপগঞ্জ-ভিক্টোরিয়া ম্যাচ টাই

ক্রীড়া প্রতিবেদক

শেষ বলে স্কোর বোর্ডে লেখা লিজেন্ডস অব রূপগঞ্জের জিততে দরকার ৭ রান। এমন সমীকরণে ম্যাচ জেতার আগাম উৎসব করতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। মতিঝিল পাড়ার দলটি ধরে নেয়, টেল এন্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলামের পক্ষে শেষ বলে ছক্কা মারা সম্ভব নয়! বাউন্ডারি হাঁকালেও জিতবে ভিক্টোরিয়া। তাই কামরুল ইসলাম রাব্বি শেষ বল করার আগেই নির্ভারচিত্তে উচ্ছ্বাস করতে দেখা যায় ভিক্টোরিয়ার কর্মকর্তাদের। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, গতকাল বিকেএসপি-৩ নম্বর মাঠ ফের প্রমাণ দিল। শেষ বলে অবিশ্বাস্য দক্ষতায় ছক্কা মেরে লিজেন্ডস অব রূপগঞ্জের নিশ্চিত হার এড়ান তাইজুল ইসলাম এবং তার ওই ছক্কাতেই হারা ম্যাচ ‘টাই’ হয়। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের দিনের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮ উইকেটে হারায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে।

ম্যাচের নায়ক হতে পারতেন ভিক্টোরিয়ার ‘সেঞ্চুরি ম্যান’ আল আমিন কিংবা রূপগঞ্জের বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। কিন্তু এদের কেউই ম্যাচ শেষে নায়ক হতে পারেননি। নায়ক হয়েছেন এক ছক্কা হাঁকানো তাইজুল। তাইজুলের ১৭ রানের ইনিংসটিতে ওটাই একমাত্র ছক্কা! প্রথমে ব্যাট করে আল আমিনের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান করে ব্রাদার্স। আল আমিন ১০৩ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ১১ চার ও ১ ছক্কায়। এছাড়াও ৭৩ রান করেন ওপেনার ফজলে মাহমুদ। বাঁ হাতি পেসার আবু হায়দার ৫ উইকেট নেন ৫২ রানের খরচে। ৩১৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪৯ ওভারে ৩০২ রান তুলে রূপগঞ্জ। শেষ ওভারে ১৩ রান দরকার হয় জয়ের জন্য। প্রথম ৫ বলে তাইজুল-আবু হায়দার রান নেন ৬। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ ‘টাই’ করেন তাইজুল। রূপগঞ্জের অধিনায়ক মোশাররফ রুবেল ৮৮ রান করেন ৯৬ বলে।

সর্বশেষ খবর