সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মোহামেডান আবাহনী মাঠে নামছে

ক্লাব কাপ হকি শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

বহু প্রতীক্ষিত হকি মৌসুমের পর্দা উঠছে আজ। ২০১৩-১৪ মৌসুমে শেষবার হকির আসর মাঠে গড়িয়েছিল। কিন্তু নির্বাচিত কমিটির সঙ্গে বিরোধ থাকায় মাঠে নামেনি মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং। পাঁচ ক্লাব ছাড়া লিগ অনুষ্ঠিত হয়। যুগ্ম চ্যাম্পিয়ন হয় আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়াচক্র। ফেডারেশন এদের ছাড়াই মৌসুম শুরু করার উদ্যোগ নেয়। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি। যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী পাঁচ ক্লাবকে মাঠে ফেরানোর অনেক চেষ্টা চালান। কিন্তু সফল হননি। দাবি ছিল খাজা রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক পদ থেকে সরাতে হবে। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে জটিলতা দূর হয়। রহমত উল্লাহর সঙ্গে কথা বলে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরিয়ে করা হয় সহ-সভাপতি। আর সবার কাছে গ্রহণযোগ্য দেশের হকির কিংবদন্তি জাতীয় দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেককে করা হয় সাধারণ সম্পাদক। বয়সের কারণে এই দায়িত্ব তিনি নিতে চাচ্ছিলেন না। কিন্তু ওপর মহলের নির্দেশ তিনি ফেলতে পারেননি। সাদেক সাধারণ সম্পাদক হওয়ায় পাঁচ ক্লাব আর আপত্তি করেনি। মাঠে ফিরতে রাজি হয়ে যায়। দল-বদলে অংশ নেওয়ায় সব জটিলতা দূর হয়ে যায়। দীর্ঘদিন পর সব ক্লাবের অংশগ্রহণে হকি মাঠে গড়াচ্ছে। ৭ এপ্রিল ক্লাব কাপ শুরুর কথা ছিল, কিন্তু এই পাঁচ ক্লাবই পেছানোর অনুরোধ করলে নতুন তারিখ নির্ধারণ হয় ২৫ এপ্রিল। আজ থেকেই বহু প্রতীক্ষিত হকি মৌসুমের পর্দা উঠছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মোহামেডান-বাংলাদেশ স্পোর্টিং, দ্বিতীয় ম্যাচে লড়বে আবাহনী ও সোনালী ব্যাংক। ৬ ও ৭ মে দুই সেমিফাইনাল ও ৯ মে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্লাব কাপ শেষ হওয়ার পরই এক সপ্তাহের মধ্যে দেশের ঘরোয়া হকির প্রধান আকর্ষণ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। ক্লাব কাপের স্পন্সর করছে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মার্সেল ক্লাব কাপ হকি। দুই গ্রুপে বিভক্ত হয়ে ৯টি দল আসরে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে খেলবে ঊষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার্স, সাধারণ বীমা ও অ্যাজাক্স। ‘বি’ গ্রুপে আবাহনী মোহামেডান, সোনালী ব্যাংক, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ারী ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৭০ ও রানার্স আপ দল ট্রফি ছাড়াও পাবে ৩৫ হাজার টাকা।

সর্বশেষ খবর