শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুই সিরিজেই জয় চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

দুই সিরিজেই জয় চান সাকিব

দেড় মাস পর গতকাল সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের দল জ্যামাইকা তালাওয়াসকে চ্যাম্পিয়ন করেই দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই জানালেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজই জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। টাইগাররা সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৫ সালে নভেম্বরের পর আর কোনো ওয়ানডে ম্যাচও খেলেনি। তারপরও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই সিরিজই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। আমি বিশ্বাস করি, টেস্টেও আমাদের জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করব, যাতে দুই ম্যাচের একটিতে জয় আর অন্যটিতে ড্র করতে পারি। টেস্ট ও ওয়ানডে দুই সিরিজই জিততে চাই। আমি মনে করি, আমাদের গোটা দলও এটা ভাবছে।’

কয়েক দিন আগেই টি-২০-তে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব। তবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি হয়তো ভাগ্যবান ছিলাম, তাই অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে। আর এ কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করব এটা ধরে রাখতে।’ ভারতীয় প্রিমিয়ার লিগে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স সুবিধা করতে না পারলেও শিরোপা জিতেছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সান রাইজার্স হায়দরাবাদ। তবে সিপিএলে দলকে ঠিকই শিরোপা জিতিয়ে দিয়েছেন। সাকিব ১৩ ম্যাচে ১৬০ রান করার পাশাপাশি ১২টি উইকেটও নিয়েছেন। একটি হাফ সেঞ্চুরিও রয়েছে সাকিবের। তবে দলের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে ব্যাটিংয়ে নামতে হয়েছে। তারপরও সিপিএলে নিজের পারফরম্যান্সে খুশি তিনি। সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় পারফরম্যান্স ভালোই ছিল। টি-২০-তে যে পজিশনে ব্যাটিং করি, ওভাবে সুযোগ আসে না। তবে দলের প্রয়োজনে যেদিন ভালো খেলা দরকার ছিল, বেশির ভাগ সময়ই তা পেয়েছি। এতে আমি খুশি।’

একদিন আগেই লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে মুস্তাফিজুর রহমানের। এখন সুস্থই আছেন কাটার মাস্টার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি খেলতে পারছেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর