শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষক দল

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষক দল

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল এখন ঢাকায়। গতকাল দুপুরে ঢাকায় পৌঁছেই তারা ইংল্যান্ড আমেরিকা ও অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করার কথা। পর্যবেক্ষক দলটি ১৯ আগস্ট চট্টগ্রাম যাবে। তারপর ২০ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।

নিরাপত্তা পর্যবেক্ষক এই দলটির প্রতিবেদনের ওপরই নির্ভর করবে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে কিনা। যদিও প্রতিটি সিরিজের আগে নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য সফরকারী দল স্বাগতিক দেশে একটি পর্যবেক্ষক দল পাঠায়। তাই বিসিবির কাছে এটি রুটিন ওয়ার্ক। কিন্তু গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান হোটেলে জঙ্গি হামলার পর পর্যবেক্ষক দলের এই সফর ইংলিশদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে বিসিবি চাচ্ছে নিরাপত্তার বিষয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডকে সব রকম সুবিধা দিয়ে হলেও তাদেরকে নিয়ে আসতে। গতকাল ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ইংল্যান্ডের জন্য ঠিক তেমনি পরিকল্পনাই থাকবে। এছাড়া তারা যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমরা তা দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমরা তাদের যেকোনো চাহিদা পূরণ করতে সক্ষম।’

সর্বশেষ খবর