শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কালপাগে বরখাস্ত

ক্রীড়া প্রতিবেদক

দলে ফেরার জন্য রুয়ান কালপাগেকে ১৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ কালপাগে সেই সময়সীমা মানেননি। আসেননি ঢাকায় এবং যোগ দেননি দলের সঙ্গে। তাই ক্ষিপ্ত বিসিবি বরখাস্ত করেছে কালপাগেকে। বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস বরখাস্তের কথা জানান।  ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ক্যাম্প চলছে মাশরাফিদের। ছুটি শেষ করে এরই মধ্যে যোগ দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল, ট্রেনার মারিও ভিলাভারায়ন। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসতে রাজি হননি কালপাগে। নির্ধারিত সময়ে না আসায় বিসিবি তাকে একটি সময়সীমা বেঁধে দেয়। বেঁধে দেওয়া সময়ে আসেননি বলে তাকে বরখাস্ত করা হয়েছে- বলেন মিডিয়া চেয়ারম্যান, ‘আমরা তাকে সময় বেঁধে দিয়ে কাজে ফিরতে চিঠি দিয়েছিলাম।’

সে চিঠির উত্তর দেয়নি। কাজেও  ফেরেনি। তাই বিসিবি তার সঙ্গে চুক্তি বাতিল করেছে।’

২০১৪ সালের জুলাইয়ে বাংলাদেশের সহকারী ও স্পিন বোলিং কোচ হয়ে আসেন কালপাগে। এরপর অন্যদের সঙ্গে তার চুক্তির মেয়াদও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। অবশ্য এর আগে ২০০৮-১০ সাল পর্যন্ত বিসিবি একাডেমির হেড কোচ ছিলেন কালপাগে।

সর্বশেষ খবর