রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আমেরিকার ইতিহাস

ক্রীড়া ডেস্ক

উসাইন বোল্টের দেখানো পথে হাঁটতে চেয়েছিলেন অ্যালেইন টম্পসন। কিন্তু বোল্টের দেখানো পথে হাঁটা হলো না টম্পসনের। হাঁটতে দিল না মার্কিন যুক্তরাষ্ট্রের রিলে দল। ৪ গুণীতক ১০০ মিটার রিলেতে মার্কিন রিলে দল সোনা জিতে টম্পসনের স্বপ্ন ভঙ্গ করে দেয়। সে সঙ্গে অলিম্পিক ইতিহাসে প্রথম নারী অ্যাথলেট হিসেবে ৫টি সোনা জেতার রেকর্ড গড়েন অ্যালিসন ফেলিক্স। টম্পসনের স্বপ্ন ভঙ্গ, ফেলিক্সের ইতিহাস লেখার দৌড়কে পেছনে ফেলেছে অন্য একটি ঘটনা। বাছাইপর্বে দৌড়ানোর সময় মার্কিন স্প্রিন্টার ফেলিক্সের হাত থেকে ব্যাটন পড়ে যায়। বাদ পড়ে যায় মার্কিনীরা। কিন্তু চ্যালেঞ্জ করে ফিরে আসে মূল দৌড়ে। এরপর সবই ইতিহাস। রিও অলিম্পিকের ১৪তম দিনে টিয়ানা বার্টোলেট্টা, অ্যালিসন ফেলিক্স, গার্ডনার ও টোরি বোওয়ি সোনা জিততে কোনো ভুল করেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর