রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্পিন নির্ভরতায় উদ্বিগ্ন রানাতুঙ্গা

ক্রীড়া ডেস্ক

স্পিন নির্ভরতায় উদ্বিগ্ন রানাতুঙ্গা

শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ধরা হয় অর্জুনা রানাতুঙ্গাকে। রানাতুঙ্গার অধিনায়কত্বে ১৯৯৬ সালে বিশ্ব চাম্পিয়ন হয় দ্বীপরাষ্ট্রটি। খেলাধুলা ছাড়ার পর রানাতুঙ্গা এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। তবে খেলার খোঁজ খবর রাখছেন না, সেটা নয়। তিনি খুব কাছ থেকেই দেখছেন দেশের ক্রিকেট। আর তাতেই চিন্তিত ও উদ্বিগ্ন। উদ্বিগ্ন শ্রীলঙ্কাকে অতিমাত্রায় স্পিননির্ভর হতে দেখে। যদিও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ঐতিহাসিকভাবে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। তাতে নেতৃত্ব দিয়েছেন বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার জয়ে খুশি হলেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মনে করেন, অধিকমাত্রায় স্পিননির্ভরতা ২০১৯ সালের বিশ্বকাপে দলের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।         

২০১৯ সালের বিশ্বকাপ আসর বসবে ইংল্যান্ডে। ইংলিশ কন্ডিশন ও উইকেট সব সময়ই পেসারদের সহায়তা দিয়ে আসছে। সেখানে স্পিনাররা সাফল্য পান না, তা নয়। তবে সুইং বোলার ও ফাস্ট বোলারদের সাফল্য অনেক বেশি। এসব চিন্তা করেই রানাতুঙ্গা বিশ্বকাপে সাফল্য পেতে কি করতে হবে, সেই পরিকল্পনা এঁকে দিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কাকে।

সর্বশেষ খবর