জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর্দা উঠবে। এর মধ্যে ২১-৩১ নভেম্বর পর্যন্ত দলগুলো নতুনভাবে খেলোয়াড় নিতে পারবে। দর্শক শূন্য থাকলেও প্রথম পর্বটা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। কে যে চ্যাম্পিয়ন হবে এখনো বলার সময় আসেনি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী শীর্ষে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চারবারের পেশাদার লিগে শিরোপা জেতা ঢাকা আবাহনী। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও এখনো পর্যন্ত তারাই অপরাজিত।
এবার লিগে বড় চমক পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাব। লিগ ইতিহাসে তারা কখনো শিরোপা জিততে পারেনি। ১৯৭৭ সালে রানার্স আপ হওয়াটাই ছিল বড় প্রাপ্তি। দলে তারকা ফুটবলার বলতে কেউ নেই। একেবারে অচেনা অজানা তরুণদের নিয়ে আলোড়ন তুলছে। প্রথম ম্যাচে শেষ ম্যাচে তারা দুর্ভাগ্যক্রমে হেরে যায় ঢাকা আবাহনীর কাছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। চমকের অবস্থানে রয়েছে। প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের শিরোপা জেতারও সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। কোচ কামাল বাবু বলেছেন, শিরোপা কে জিতবে বলা মুশকিল। তবে বিশ্বাস করি দ্বিতীয় পর্বেও ভালো খেলা উপহার দিতে পারব। দেশের জনপ্রিয় দল শেখ রাসেলের অবস্থান ও বিস্ময় বলা যায়। তারকানির্ভর দল গড়েও তারা ১১ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্টে। যা শেখ রাসেলের মতো দলের জন্য বড্ড বেমানান। জয় এসেছে মাত্র দুই ম্যাচে। কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য আশা করছেন দ্বিতীয় পর্বে তার দল সর্বোচ্চ পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়বে। প্রথম পর্বের ব্যর্থতা ঝেড়ে শেখ রাসেল ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটাই এখন দেখার বিষয়।
পয়েন্ট তালিকার দিকে তাকালে শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে মূলত প্রথম চার দলের। তবে দ্বিতীয় পর্বে নতুন বিদেশি ফুটবলারের দেখা মিলবে। অনেক অঘটনও ঘটতে পারে। তাই কে যে লিগ জিতবে অপেক্ষায় থাকতে হবে।পয়েন্ট টেবিল
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
চট্টগ্রাম আবাহনী ১১ ৭ ৩ ১ ২১-৯ ২৪
ঢাকা আবাহনী ১১ ৬ ৫ ০ ১৯-৮ ২৩
রহমতগঞ্জ ১১ ৬ ৪ ১ ২০-১৩ ২২
শেখ জামাল ১১ ৫ ৪ ২ ২৪-১৯ ১৯
মুক্তিযোদ্ধা ১১ ৫ ৩ ৩ ১৮-১২ ১৮
আরামবাগ ১১ ৩ ৬ ২ ১৪-১৩ ১৫
ব্রাদার্স ১১ ২ ৫ ৪ ১৯-২১ ১১
বিজেএমসি ১১ ২ ৫ ৪ ১৩-১৬ ১১
সকার ফেনী ১১ ২ ৩ ৬ ১০-১৬ ৯
মোহামেডান ১১ ১ ৬ ৪ ৯-১৫ ৯
শেখ রাসেল ১১ ২ ২ ৭ ৬-১৫ ৮
উত্তর বারিধারা ১১ ২ ০ ৯ ১১-২৭ ৬