স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টকর জয়ের পরও আনন্দে মেতে উঠেছিল বার্সা ভক্তরা। তবে এর মধ্যেও জড়িয়েছিল হতাশা। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ডান হাঁটুর লিগামেন্ট সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ এই মিডফিল্ডারকে। লিওনেল মেসির জোড়া গোলে গত শনিবার ভালেন্সিয়ার মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে বাড়ি ফিরে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে লা লিগায় শীর্ষে উঠার স্বাদ নিয়েছিল বার্সা। তবে ইনিয়েস্তার ইনজুরি অনেকটাই হতাশ করে দেয় তাদের। ম্যাচের ১৩তম মিনিটেই এ আঘাত পায় বার্সেলোনা। এনসো পেরেসের ট্যাকলে আঘাত পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় ইনিয়েস্তাকে। বার্সেলোনায় ফেরার পর মেডিক্যাল পরীক্ষা শেষে কাতালান ক্লাবটি তাদের অধিনায়কের চোটের বিষয়টি নিশ্চিত করে। বার্সেলোনা জানায়, ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইনিয়েস্তাকে। এর অর্থ, এ কদিন লিওনেল মেসিকেই নেতৃত্ব দিতে হবে বার্সেলোনাকে। ইনিয়েস্তার প্রধান সহকারী হিসেবে এ আর্জেন্টাইন জাদুকরই দায়িত্ব পালন করছেন বার্সেলোনায়।