সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শীর্ষে সাকিবের ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষে সাকিবের ঢাকা

শেষ ওভারে ঠিকই খেলা গড়িয়েছিল, কিন্তু কোনো আকর্ষণ ছিল না। প্রথম দুই বলেই ঢাকা ডায়নামাইটসকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্যারিবীয় তারকা ব্রাভো। আরও একটি সহজ জয় পায় সাকিব আল হাসানের দল। ৪ উইকেটের জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ঢাকা। অন্যদিকে ৯ ম্যাচে ষষ্ঠ হারে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেছে মুশফিকুর রহিমের বরিশাল বুলসের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ঢাকা বড় টার্গেট দিতে পারেন বরিশাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে করেছিল মাত্র ১৩২ রান। সর্বোচ্চ ৩৬ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তবে শেষ মুহূর্তে রুম্মান রাহী ১৩ বলে খেলেছেন ২৫ রানের ঝড়ো এক ইনিংস। এবারের বিপিএল প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান পূরণ করেছেন মুশফিক। ৯ ম্যাচে তার মোট রান ৩০৩। গড় ৫০.৫০। স্টাইকরেটও দারুণ- ১৩৮.৩৫। মুশফিক ধারাবাহিকভাবে রান পেলেও দলের অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় টানা পঞ্চম ম্যাচে হারল বরিশাল। গতকাল ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই জিতে যায় ঢাকা। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ২১ বলে ২২ রান এবং বল হাতে ৩১ রানে নিয়েছেন এক উইকেট। প্রতিপক্ষের সবচেয়ে দামি উইকেট অধিনায়ক মুশফিককে আউট করার পুরস্কার হিসেবেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তবে দলে জয় পেলেও হয়তো এ ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার কথা সাকিব নিজেও ভাবেননি। কেননা ব্যাটিংয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন নাসির হোসেন। ডায়নামাইটসের ইনিংসে যে একটি মাত্র ছক্কা হয়েছে সেটিও এসেছে নাসিরের ব্যাট থেকেই। ম্যাচসেরা হতে পারতেন ঢাকার বোলার আবু জায়েদও। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে একটি মেডেনসহ এক উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত বোলিংয়ের জন্যই বড় পুঁজি পায়নি বরিশাল। তারপরেও ‘ম্যান অব দ্য ম্যাচে’র পুরস্কারটি তিনি পাননি। ঢাকার হয়ে দারুণ বোলিং করেছেন রবি বোপারাও। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। গতকাল মূলত বোলাররাই ঢাকা ডায়নামাইটসকে জয়ের ভীতটা গড়ে দিয়েছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর