সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাউদির বোলিং তোপ হ্যামিল্টনে

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে বিধ্বস্ত হওয়ার পর হ্যামিল্টনে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সফরকারী পাকিস্তান। কিন্তু সুইং বোলার টিম সাউদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ালে সেটা সম্ভব হয়নি। ফলে স্বাগতিক ব্ল্যাক ক্যাপসদের ২৭১ রানে আটকে রেখেও এগিয়ে যাওয়া হয়নি পাকিস্তানের। সাউদির সুইংয়ে নাকাল হয়ে ২১৬ রানে গুটিয়ে গেছে। সাউদি ৮০ রানে নেন ৬ উইকেট। ৫৫ রানে এগিয়ে থেকে নিউজিল্যান্ড তৃতীয় দিন শেষ করে বিনা উইকেটে কোনো রান সংগ্রহ না করেই। প্রথমে ব্যাট করে ওপেনার জিত রাভানোর হাফ সেঞ্চুরিতে (৫৫) নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৭১। পাকিস্তানি তিন পেসার মোহাম্মদ আমির, সোহেল খান ও ইমরান খানের দুরন্ত বোলিংয়ে স্বাগতিক ব্যাটসম্যানরা খুব সুবিধা করতে পারেননি। জবাবে খেলতে নেমে সাউদির বিধ্বংসী বোলিংয়ে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে সফরকারীদের টেনে তুলেন বাবর আজম ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৪ রান। সরফরাজ ৪১ রানে ফিরলেও বাবর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯০ রানে। ২৯৬ রানের ইনিংসটিতে ছিল ১০টি বাউন্ডারি।

সর্বশেষ খবর