বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মহিলা এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। টি-২০ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর জয়ের ট্রাকে উঠে আসেন রুমানা, সানজিদারা। আগের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারানোর পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপালকে হারিয়ে। ‘হিমালয় দুহিতা’ নেপালকে গতকাল ৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছেন রুমানারা। বাংলাদেশকে বড় জয় উপহার দিতে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৮ রানের খরচে উইকেট নেন ৪টি। আসরের আরেক ম্যাচে ভারত ৫ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথম দুই ম্যাচে উপরের সারির ব্যাটসম্যানরা কোনো জুটি উপহার দিতে পারছিলেন না। গতকাল ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ১১.৩ ওভারে ৭১ রানের জুটি গড়েন। যা দলকে বড় স্কোর গড়তে সহায়তা করে। যদিও হাফসেঞ্চুরির কোনো ইনিংসে ছিল না। থাইল্যান্ড ম্যাচের নায়িকা সানজিদা গতকালও ভালো ব্যাটিং করে ৩৫ রান করেন। ৪০ বলের ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি। আরেক ওপেনার নিগার সুলতানা ৩৯ রান করেন ৪১ বলে ১ বাউন্ডারিতে। শেষ দিকে শায়লা শারমিন ১৭ বলে ২ চারে ১৯ রান এবং অধিনায়ক রুমানা ৯ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেললে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৪ উইকেটে ১৩৩। নেপালের পক্ষে সঙ্গীতা রায় ৩১ রানে নেন ২ উইকেট। ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে মাত্র ৪১ রানের গুটিয়ে যায় নেপাল।

সর্বশেষ খবর